লড়াইয়ে নামার অপেক্ষায় ক্লাব ফুটবলের দুই জায়ান্ট

লড়াইয়ে নামার অপেক্ষায় ক্লাব ফুটবলের দুই জায়ান্ট

তিন মাস পর আবারো মাঠে ফিরেছে স্প্যানিশ লিগ। আবারো শিরোপার লড়াইয়ে নামার অপেক্ষায় ক্লাব ফুটবলের দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

করোনাভাইরাসের কারণে তিন মাস বন্ধ ছিলো লা লিগা। তবে, আর্থিক বিপর্যয় সামাল দিতে আবারো খেলা শুরু করেছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ। যদিও স্বাস্থ্য ঝুঁকির কারণে খেলা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

এ মৌসুমে শিরোপা জয়ের সুযোগ আছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই ক্লাবের সামনেই। ২৭ ম্যাচে টেবিল টপার বার্সার পয়েন্ট ৫৮। আর সমান সংখ্যক ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫৬। তাই দু'দলের কাছেই প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ।

১১তম শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবেন লিওনেল মেসি। লিগ শুরুর আগে শেষবারের মতো নিজেকে ঝালাই করে নিয়েছেন আর্জেন্টাইন তারকা। অনুশীলন করেছেন সুয়ারেজ-গ্রিজম্যানরাও।

শনিবার রাতে রিয়াল ম্যায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আবারো পেশাদার ফুটবলে ফিরবে কাতালানরা।

এমজে/