বিপিএলের ৫ম আসর

কুমিল্লাকে খুলনার ১৭৫ রানের চ্যালেঞ্জ

কুমিল্লাকে খুলনার ১৭৫ রানের চ্যালেঞ্জ

ঢাকা, ৫ ডিসেম্বর (জাস্ট নিউজ) : স্পিন ধরবে ভেবে দুই প্রান্ত থেকেই স্পিনার দিয়ে শুরু করেছিলেন তামিম ইকবাল। তবে মাইকেল কিলিঞ্জার ও নাজমুল হোসেন শান্তর সামনে স্পিনাররা খুব বড় বাধা হয়ে দাঁড়াতে পারেননি।

ছয় ওভার পূর্ণ হওয়ার আগেই স্কোরে ৫০ রান যোগ করেন এ দুই ব্যাটসম্যান। এরপর মাহমুদউল্লাহ-কিলিঞ্জার জুটিও ভালো খেলছিল। ইনিংসের মধ্যখানে খুব একটা রান তুলতে পারেনি খুলনা টাইটানস। শেষদিকে কার্লোস ব্রেথওয়েট ও আরিফুল ইসলামের ঝড়ে ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাল খুলনা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্তভাবে শুরু করেছিল খুলনা টাইটানস। উদ্বোধনী জুটিতে আসে ৫৫ রান। ২১ বলে ৩৭ রান করে আউট হন শান্ত। কিলিঞ্জারকে নিয়ে দারুণ খেলছিলেন মাহমুদউল্লাহ। তবে এ সময় খুলনার রানের চাকাটা স্থবির হয়ে যায়। কিলিঞ্জার ২৮ বলে ২৯ ও মাহমুদউল্লাহ ২৩ বলে করেন ২৩ রান।

উইকেটে এসে নিকোলাস পুরানও কিছু করতে পারেননি। ৮ রান করতে এই ক্যারিবীয় ব্যাটসম্যান খেলেন ১৩ বল। ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে দারুণ কার্যকর ভূমিকা পালন করেন কার্লোস ব্রেথওয়েট ও আরিফুল হক। ১২ বলে ২২ রান করেন ব্রেথওয়েট। অন্যদিকে আরিফুল করেন ২১ বলে ৩৫ রান। এ দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১৭৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় খুলনা টাইটানস।

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে কোন চার দল শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে অংশ নেবে, তা আগেই নিশ্চিত হয়ে গেছে। তবে গ্রুপ পর্বের শেষ কয়েকটি ম্যাচে এখন জোর লড়াই চলবে পয়েন্ট তালিকার ওপরে যাওয়ার। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে কুমিল্লা। অন্যদিকে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে খুলনা। আজই খুলনা খেলছে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ।

(জাস্ট নিউজ/ওটি/১৫১৫ঘ.)