নেইমারের খেলা নিয়ে সংশয়

নেইমারের খেলা নিয়ে সংশয়

ঢাকা, ৪ মার্চ (জাস্ট নিউজ) : সফল অস্ত্রোপচার হল বিশ্বের সব থেকে দামি ফুটবলারের ডান পায়ে৷ ফলে আসন্ন রাশিয়া বিশ্বকাপে খেলার সম্ভাবনা প্রবল হল ব্রাজিলিয়ান মহাতারকার৷

গত ২৬ ফব্রুয়ারি মার্সেইয়ের বিরুদ্ধে প্যারিস সাঁ জা-র ম্যাচ চলাকালীন ডান পায়ে চোট পান নেইমার৷ গোড়ালি মচকানো ছাড়াও স্ক্যান রিপোর্টে পঞ্চম মেটাটারসালে চিড় ধরা পড়ে৷ ফলে দেশে ফিরে চোটের জায়গায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন নেইমার৷

শনিবার ব্রাজিলের টিম ডাক্তার রডরিগো লাসমারের তত্ত্বাবধানে বেলো হরাইজন্টের মাতের দেই হাসপাতালে নেইমারের পায়ে অস্ত্রোপচার করা হয়৷ ব্রাজিল ফুটবল সংস্থার তরফে অস্ত্রোপচার সফল হওয়ার কথা জানানো হয়৷

নেইমারের মত একই ধরণের চোট পেয়ে ডেভিড বেকহ্যাম ও ওয়েন রুনির মাঠে ফিরতে প্রায় ৬ মাস লেগেছিল। তাই বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে একটা বড়সড় আশঙ্কা দানা বাঁধছে। ১৭ জুন সুইজারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে অভিযান শুরু করছে ব্রাজিল।

(জাস্ট নিউজ/এমআই/১৩২৮ঘ.)