শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়ল বাংলাদেশ

শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়ল বাংলাদেশ

ঢাকা, ৪ মার্চ (জাস্ট নিউজ) : নিদাহাস ট্রফির জন্য শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। রবিবার দুপুর ১টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সযোগে কলম্বোর উদ্দেশে ঢাকা ছেড়েছে টাইগাররা।

পিএসএলে শনিবার সন্ধ্যায় ম্যাচ শেষে দেশে ফিরে আসেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আজ আবার দল নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়েন। ঘোষিত দলের ১৬ সদস্যের মধ্যে কলম্বোয় গেলেন ১৩ জন। বাকি তিনজন- মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল এবং সাব্বির রহমান এখনও রয়েছেন পিএসএল মিশনে। আবু ধাবি থেকে শ্রীলঙ্কায় গিয়ে দলের সাথে যোগ দেয়ার কথা রয়েছে তাদের।

শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে নিদাহাস ট্রফি। স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও এতে অংশ নিচ্ছে বাংলাদেশ এবং ভারত। আগামী ৬ মার্চ শুরু হবে এই টি-২০ সিরিজ।

নিদাহাস ট্রফির সূচি : বাংলাদেশের খেলা কবে-কখন

শ্রীলঙ্কায় আগামী ৬ মার্চ থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-২০ সিরিজ নিদাহাস ট্রফি। এতে স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও অংশ নিবে বাংলাদেশ ও ভারত। প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। উদ্বোধনী ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও ভারত। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে।

বাংলাদেশ বনাম ভারত-৮ মার্চ

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা-১০ মার্চ

বাংলাদেশ বনাম ভারত-১৪ মার্চ

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা-১৬ মার্চ

প্রতিটি ম্যাচই হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

(জাস্ট নিউজ/একে/১৯৫০ঘ.)