শ্রীলঙ্কার কন্ডিশন প্রভাব ফেলবে না : মাহমুদউল্লাহ

শ্রীলঙ্কার কন্ডিশন প্রভাব ফেলবে না : মাহমুদউল্লাহ

ঢাকা, ৭ মার্চ (জাস্ট নিউজ) : উপমহাদেশের উইকেট বলেই শ্রীলঙ্কার মাটি বাংলাদেশের খুব চেনা। গত বছর শ্রীলঙ্কার মাঠে খেলে গিয়েছে বাংলাদেশ দল। তাই মাহমুদউল্লাহ মনে করেন কন্ডিশনটা খুব বড় কোনো প্রভাব ফেলবে না।

তা ছাড়া বাংলাদেশ ও শ্রীলঙ্কার উইকেটের মধ্যে খুব একটা পার্থক্য নেই। মাহমুদউল্লাহ তাই ভরসা পাচ্ছেন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ভালো কিছু করার। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক আশাবাদ ব্যক্ত করেছেন কন্ডিশন ভালো ক্রিকেটের অন্তরায় হবে না। মাহমুদউল্লাহর ভাষ্যে, ‘আমরা তো শ্রীলঙ্কার কন্ডিশন জানি। মোটামুটি আমাদের মতোই কন্ডিশন। আমার কাছে মনে হয় এটা কোনো ইস্যু হবে না।’

প্রথম ম্যাচেই প্রেমাদাসায় ভারত-শ্রীলঙ্কা গড়েছে দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ রানের রেকর্ড। স্বাগতিকরা ম্যাচ জিতেছে ১৭৪ রান তাড়া করেই। প্রথম ম্যাচের উইকেটটা যে ছিল ব্যাটিং সহায়ক সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিজেদের ম্যাচেও মাহমুদউল্লাহর আশা তাই ব্যাটিং উইকেটই, ‘প্রেমাদাসার উইকেট সবসময় ব্যাটিং সহায়ক হয়। আমার মনে হয় এই টুর্নামেন্টে সব উইকেটই ভালো হবে। আজকে যে উইকেটটা দেখলাম ওটা ওরকমই মনে হচ্ছে।’

টি-টোয়েন্টির মঞ্চে আত্মবিশ্বাসটা থাকতে হয় তুঙ্গে। ভারত ম্যাচের আগে দলপতি তাই সব সংশয় দূরে ঠেলেই মাঠে নামতে চাচ্ছেন। মাহমুদউল্লাহর মতে, ‘এই ফরম্যাটে আপনি যদি সংশয় নিয়ে মাঠে নামেন তবে সেটা ভালো কিছু বয়ে আনবে না। আমি ছেলেদের মাঠে নেমে ভালো ক্রিকেট উপহার দেওয়ার কথা বলেছি।’

নিদাহাস ট্রফির উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হেরেছে ভারত। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ এবার অপেক্ষায় ভারতের মুখোমুখি হওয়ার। আগামীকাল বৃহস্পতিবার রোহিত শর্মার দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

(জাস্ট নিউজ/জেআর/২০২০ঘ.)