নতুন ছয় ফুটবলারকে নিয়ে স্পেনের দল ঘোষণা

নতুন ছয় ফুটবলারকে নিয়ে স্পেনের দল ঘোষণা

উয়েফা নেশন্স লিগে আগামী মাসে মাঠে নামবে স্পেন জাতীয় ফুটবল দল। সে জন্য ২৪ জনের দল ঘোষণা করেছে স্পেন। প্রথমবারের মতো সে দলে জায়গা পেয়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড আনসু ফাতি। এছাড়াও প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন আরও ছয় ফুটবলার।

কাতালান ক্লাবটির বয়সভিত্তিক দলে আলো ছড়িয়ে মূল দলে জায়গা পাকা করেছেন ১৭ বছর বয়সী ফাতি। ইতিমধ্যে লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগে কাতালান ক্লাবটির হয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ডও গড়েছেন। এবার জাতীয় দলে ডাক পেলেন।

নেশন্স লিগের উদ্বোধনী আসরে শেষ চারে উঠতে না পারা স্পেন আগামী ৩ সেপ্টেম্বর খেলবে জার্মানির মাঠে, ৬ সেপ্টেম্বর ঘরের মাঠে খেলবে ইউক্রেনের বিপক্ষে।
স্পেন স্কোয়াড:

গোলরক্ষক: ডেভিড ডি গিয়া, কেপা আরিসাবালাগা, উনাই সিমোন।

ডিফেন্ডার: সার্জিও রামোস, জোসে গায়া, দানি কারবালহো, এরিক গার্সিয়া, ডিয়েগো জুয়ারিন্তি, পাউ তোরেস, জেসাস নাভাস, সার্জিও রেগিলন।

মিডফিল্ডার: সার্জিও বুস্কেটস, রদ্রি, থিয়াগো আলকান্তারা, ফাবিয়ান রুইস, মিকেল মেরিনো, অস্কার গার্সিয়া, আদামা ত্রাওরে।

ফরোয়ার্ড: ফেররান তোরেস, রদ্রিগো মরেনো, মিকেল ওইয়ারসাবাল, দানি ওলমো, মার্কো আসেনসিও, আনসু ফাতি।

এমজে/