যুব বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা

যুব বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা

ঢাকা, ৬ ডিসেম্বর (জাস্ট নিউজ) : আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ডে বসছে যুব বিশ্বকাপ ক্রিকেট। এই আসর সামনে রেখে বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। এই দলে নেই খুব একটা চমক, কন্ডিশনের কথা বিবেচনা করে দলে চার পেসার রাখা হয়েছে।

আসরের ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে লাল-সবুজের দলের প্রতিপক্ষ হিসেবে থাকছে নামিবিয়া, কানাডা ও ইংল্যান্ড।

আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। ১৩ জানুয়ারি প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নামিবিয়া। সাইফ-আফিফরা ১৫ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে কানাডা এবং ১৮ জানুয়ারি গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে।

আসরে সাফল্য পেতে খুবই আশাবাদী বাংলাদেশ কোচ ড্যামিয়েন রাইট বলেন, ‘ঘরের মাঠে গত যুব বিশ্বকাপে বাংলাদেশ তৃতীয় হয়েছিল। তা ছাড়া দলের সাম্প্রতিক পারফরম্যান্সও খুব একটা খারাপ নয়। তাই আমার বিশ্বাস, নিউজিল্যান্ডে ভালো করবে দল। সে সামর্থ্য আছেও।’

যুব বিশ্বকাপের বাংলাদেশ দল : পিনাক ঘোষ, নাঈম শেখ, সাইফ হাসান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, আমিনুল ইসলাম, মোহাম্মদ রাকিব, মাহিদুল ইসলাম ভুঁইয়া, শাকিল হোসেন, রবিউল হক, নাঈম হাসান, অনিক ইসলাম, মোহাম্মদ রনি, হাসান মাহমুদ ও টিপু সুলতান।

স্ট্যান্ড বাই : সজীব হোসেন, রায়ান রাফসান, সাখাওয়াত হোসেন, সাইদুল ইসলাম, ইয়াসিন আরাফাত, আবদুল হালিম, মনিরুল ইসলাম।

(জাস্ট নিউজ/জেআর/১৫২০ঘ.)