১৯ দিন পর করোনামুক্ত রোনালদো

১৯ দিন পর করোনামুক্ত রোনালদো

অবশেষে করোনামুক্ত হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কোভিড-১৯ পরীক্ষায় পর্তুগিজ উইঙ্গারের ফল নেগেটিভ এসেছে।

তিন সপ্তাহ বা ১৯ দিন পর রোনালদোর করোনা জয় করার বিষয়টি শুক্রবার (৩০ অক্টোবর) নিশ্চিত করেছে তার ক্লাব জুভেন্টাস।

ইতালিয়ান চ্যাম্পিয়নরা এক বিবৃতিতে জানায়, ‘রোনালদোকে কোভিড-১৯ এর জন্য ডায়াগনোসিস করা হয়। পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে। ’

রোনালদো প্রথমবার কোভিড-১৯ পজিটিভ হন ১৩ অক্টোবর। আন্তর্জাতিক বিরতিতে দেশের জার্সিতে খেলার সময় করোনা আক্রান্ত হন তিনি। এরপর ইতালিতে ফিরে স্বেচ্ছা-আইসোলেশনে ছিলেন ৩৫ বছর বয়সী তারকা।

তবে দ্বিতীয়বারের পরীক্ষাতেও পজিটিভ রিপোর্ট আসায় চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে দর্শক হয়ে থাকতে হয় সিআর সেভেনকে। ম্যাচটিতে নিজেদের মাঠে ২-০ ব্যবধানে হেরে যায় আন্দ্রে পিরলোর দল।

তুরিনের বুড়িরা পরের ম্যাচ খেলবে রোববার (০১ নভেম্বর), স্পেজিয়ার বিপক্ষে। সিরি’আ লিগের ম্যাচটি দিয়ে মাঠে ফিরতে পারেন রোনালদো।

এমজে/