করোনা আক্রান্ত মাহমুদউল্লাহ, পিএসএলে খেলা হচ্ছে না

করোনা আক্রান্ত মাহমুদউল্লাহ, পিএসএলে খেলা হচ্ছে না

এবার করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ জাতীয় দলের এই অলরাউন্ডার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আজ (০৮ নভেম্বর) পাকিস্তানে যাওয়ার কথা ছিল।

তবে কোভিড-১৯ পজিটিভ হওয়ায় এখন আর সেখানে যাওয়া হচ্ছে না।
করোনা আক্রান্তের বিষয়টি মাহমুদউল্লাহ নিজেই নিশ্চিত করেছেন। পিএসএলে খেলতে পাকিস্তান যাওয়ার উদ্দেশ্যেই তিনি করোনা পরীক্ষা করিয়েছিলেন। গত শুক্রবার প্রথম দফায় পজিটিভ হওয়ার পর শনিবার আরও একবা পরীক্ষা করালে সেখানে দুঃসংবাদ পান। এখন নিজের বাসাতেই আইসোলেশনে থাকবেন তিনি। আর সেইসঙ্গে পিএসএলে মুলতান সুলতানের হয়ে প্লে-অফে খেলার ইচ্ছে শেষ হয়ে গেল।

এর আগে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর জায়গায় মুলতানের দলে ডাক পান মাহমুদউল্লাহ। এখন দলটিকে মাহমুদউল্লাহর বদলি খুঁজতে হবে।

এদিকে সামনেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট রয়েছে। আর দ্রুত সুস্থ হয়ে ঘরোয়া এই টুর্নামেন্টে খেলার জন্য তৈরি হতে হবে তারকা এ ক্রিকেটারকে।

এবারের পিএসএলের প্লে-অফে মাহমুদউল্লাহ ছাড়াও ডাক পেয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তিনি লাহোর কালান্দার্সের ওপেনার ক্রিস লিনের জায়গায় খেলবেন। ১০ নভেম্বর পাকিস্তানে রওনা হওয়ার কথা তামিমের। এরই ধারাবাহিকতায় আজ করোনা পরীক্ষা করিয়েছেন তিনি।

এমজে/