সাকিবকে থামানোর কথা ভাবছেন হাথুরুসিংহে

সাকিবকে থামানোর কথা ভাবছেন হাথুরুসিংহে

ঢাকা, ১৫ মার্চ (জাস্ট নিউজ) : ইনজুরির কারণে নিদাহাস ট্রফির বাংলাদেশের হয়ে আগের ম্যাচগুলো খেলা হয়নি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বশেষ ম্যাচটিতে মাঠে নামবেন সাকিব আল হাসান।

শুক্রবারের ম্যাচ নিয়ে এতদিন একধরণের পরিকল্পনা করছিলেন লঙ্কান কোচ চন্দিকা হাথুরুসিংহে। কিন্তু ম্যাচের ঠিক আগের দিন এক ক্রিকেটারের জন্য তাকে পুরো পরিকল্পনায় বদলাতে হচ্ছে! ভাবতে হচ্ছে সাকিবকে থামানো কথা।

তিন বছর বাংলাদেশের কোচের দায়িত্ব পালনের সময় সাকিব সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়েছেন হাথুরুসিংহে। বাংলাদেশের প্রধান অস্ত্র যে কোনো ম্যাচের মোড় একাই ঘুরিয়ে দিতে পারেন, সেটা হাথুরুর চেয়ে ভালো কেউ জানে না। শুক্রবারের ম্যাচটি হয়ে গেছে অঘোষিত সেমিফাইনাল। যে দল জিতবে, সেই দল ভারতের বিপক্ষে ১৮ মার্চ ফাইনাল খেলবে। এই সমীকরণে দাঁড়িয়ে সাকিবকে ঠেকানো পরিকল্পনার অংক কষছেন কোচ হাথুরুসিংহে।

হাথুরুসিংহে বলেন, আমরা জানি, সাকিব খুব ভালো খেলোয়াড়। আমরা শুধু সাকিবকে কীভাবে মোকাবিলা করতে পারি, সেটা নিয়ে ভাবছি। ভালো ফলের জন্য ওকে থামানো দরকার। কীভাবে ওর ৪ ওভার ভালোভাবে সামলানো যায়, ওর ব্যাটিংয়ের সময় কীভাবে বোলিং করতে পারি, সেটাই ভাবছি।

(জাস্ট নিউজ/একে/২২২২ঘ.)