লঙ্কান ব্যাটিং লাইনে সাকিবের প্রথম আঘাত

লঙ্কান ব্যাটিং লাইনে সাকিবের প্রথম আঘাত

ঢাকা, ১৬ মার্চ (জাস্ট নিউজ) : নিহাদাস ট্রফিতে ফাইনালে যাওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লঙ্কান উদ্বোধনী ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকা ফিরালেন সাকিব আল হাসান। ২.১ ওভারে সাব্বির রহমানের হাতে ক্যাচ তুলে দিয়ে সজঘরে ফিরেন লঙ্কান এই ওপেনার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ২১ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

এর আগে শুক্রবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। অলিখিত সেমিফাইনালের এ ম্যাচের বিজয়ী দল টুর্নামেন্টের ফাইনাল খেলার টিকিট পাবে।

বাংলাদেশ দলে পরিবর্তন একটি। চোট কাটিয়ে দলে ফিরেছেন সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে জায়গা দিতে বাদ পড়েছেন পেসার আবু হায়দার।

প্রথমবারের মতো টুর্নামেন্টে তিন স্পিনার, দুই পেসার পেসার নিয়ে খেলছে বাংলাদেশ।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ।

শ্রীলঙ্কার দল: দানুশকা গুনাথিলাকা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, থিসারা পেরেরা, উপল থারাঙ্গা, জীবন মেন্ডিস, আকিলা ধনাঞ্জয়া, দাশৃুন সানাকা, আমিলা আপনসু, নুয়ান প্রদীপ, ইসুরু উদানা।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/