সৌরভের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ

সৌরভের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ

বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক সভায় কি ঝড় উঠবে সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে কেন্দ্র করে? বোর্ডের সৌরভ বিরোধী মহলের বক্তব্য, ক্রিকেট বোর্ডের স্পন্সর ড্রিম ইলেভেনের প্রতিদ্বন্দ্বী সংস্থা মাই ইলেভেন ডট কমের বিজ্ঞাপনী প্রচার করে সৌরভ ঠিক কাজ করেননি। ড্রিম ইলেভেন দুশো বাইশ কোটি টাকা দিয়ে স্পন্সরশিপ নিয়েছে। সেখানে বোর্ড প্রেসিডেন্ট কিভাবে প্রতিদ্বন্দীদের প্রোমোট করেন? বোর্ডের সভায় এই নিয়ে ঝড় তোলার চেষ্টা করছেন বিরোধীরা। সৌরভ এই ব্যাপারে নন কমিটাল। কোনও মন্তব্য করতে নারাজ। কিন্ত দাদার শিবির চুপ করে বসে নেই। তারা বলছে, সৌরভের সঙ্গে যখন মাই ইলেভেনের চুক্তি হয় তখন তিনি বোর্ড প্রেসিডেন্ট ছিলেন না অথবা ড্রিম ইলেভেনের সঙ্গে বোর্ডের কোনও চুক্তি সম্পাদিত হয়নি। অতএব স্বার্থের সংঘাতের কোনও প্রশ্ন ওঠেনা।

যদি তিনি স্পন্সর হওয়ার পর ড্রিম ইলেভেন এরই বিজ্ঞাপন করতেন তাহলে এই প্রশ্ন উঠতো। বৃহস্পতিবারের সভায় এই প্রসঙ্গটি উঠলে ঝড়ের মুখে কুটোর মতো তা উড়ে যাবে। অনেকেই মনে করছেন, সৌরভ শুধু বোর্ড প্রেসিডেন্ট নন, তিনি একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তাই, তার অধিকারও আছে এন্ডোর্সমেন্ট করার।

এমজে/