বার্সার বড় জয়ের রাতে রোনালদোকে ছাড়ালেন মেসি

বার্সার বড় জয়ের রাতে রোনালদোকে ছাড়ালেন মেসি

মৌসুমের শুরুতে নড়বড়ে বার্সেলোনা ছন্দে ফিরতে শুরু করেছে। বিবর্ণ আক্রমণভাগও নিজেদের খুঁজে পেয়েছে। শনিবার রাতে বার্সেলোনা ৪-০ গোলে হারিয়েছে গ্রানাডাকে। জোড়া গোল করেছেন লিওনেল মেসি ও আঁতোয়ান গ্রিজমান।

স্প্যানিশ লা লিগায় টানা চার অ্যাওয়ে ম্যাচে জয় পেল বার্সেলোনা। দ্বাদশ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন গ্রিজম্যান। আগের ম্যাচে জোড়া গোল করেছিলেন মেসি। গ্রানাডার বিপক্ষেও করলেন জোড়া গোল। ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

৪২ মিনিটে ফ্রিকিক থেকে ব্যবধান আরো বাড়ান আর্জেন্টাইন মহাতারকা। গত জুলাইয়ের পর ফ্রিকিক থেকে প্রথম গোল করলেন তিনি। লা লিগায় ৩৭তম ফ্রিকিক গোল মেসির। ক্যারিয়ারে ৪৮তমবার ফ্রিকিক গোল করলেন মেসি। ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্রিকিক গোলের সংখ্যা ৪৭। চলমান লা লিগায় প্রথম ছয় ম্যাচে মাত্র ১ গোল করেছিলেন মেসি। ১১ গোল নিয়ে এখন শীর্ষ গোলদাতা এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। লা লিগার ইতিহাসে টানা ১৫ মৌসুম ১০ বা তার বেশি গোল করা একমাত্র খেলোয়াড় মেসি।

৬৩তম মিনিটে জোড়া গোল পূরণ করেন গ্রিজমান। এরপরই মেসিকে তুলে নেন কোচ রোনাল্ড কোম্যান। ৭৮ মিনিটে হেসুস ভালেহো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় গ্রানাডা। লা লিগায় টানা ৮ ম্যাচে অপরাজিত বার্সেলোনা। ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ।

এমজে/