টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অবশেষে করোনাকে পাশ কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।

গত মার্চের পর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছে লাল-সবুজের প্রতিনিধিরা। দিন হিসেবে তিনশো ছাড়িয়েছে। সেই গেড়ো কাটাতে ঘরের মাঠে ক্যারিবীয়দের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। বুধবার ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়িয়েছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ব্যাট-বলের মূল লড়াই শুরু বেলা সাড়ে ১১টায়। তার আগে টস হেসেছে বাংলাদেশের হয়ে। টস জিতে অধিনায়ক তামিম ইকবাল বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

ক্যালেন্ডারের পাতায় পাক্কা ৩১৩ দিন পর মাঠে ফিরল টাইগাররা। আর তাই বাঁধভাঙা উচ্ছ্বাস ক্রিকেট ভক্তদের মাঝে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। উইন্ডিজদের হারিয়ে প্রত্যাবর্তনটা হবে রাজকীয়। এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের। তবে, দর্শকদের আক্ষেপ আছে মাঠে বসে খেলা দেখতে না পারায়।

ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর কোনোদিন এতগুলো দিন ক্রিকেট ছাড়া থাকেননি খেলোয়াড়রা। প্রায় এক বছর পর দর্শকরা তামিমের পাওয়ার শট, ব্যাটে-বলে সব্যসাচী সাকিবকে দেখতে উন্মুখ। অসুস্থ পৃথিবীর মাঝে লাল-সবুজদের ক্রিকেট ফেরায় সবচেয়ে খুশি তারাই।

এমজে/