বোল্টকে ফুটবল শেখালেন ম্যারাডোনা

বোল্টকে ফুটবল শেখালেন ম্যারাডোনা

ঢাকা, ২৩ মার্চ (জাস্ট নিউজ) : ক্রীড়া জগতে দুই অঙ্গনের দুই কিংবদন্তি। একজন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা। অপরজন জ্যামাইকান গতিদানব উসাইন বোল্ট। বাসেলে এক প্রীতি ফুটবল ম্যাচে এক সঙ্গে দেখা গেছে তাদের।

পেশাদার ক্যারিয়ার থেকে ম্যারাডোনার মতো বিদায় নিয়েছেন উসাইন বোল্ট। এবার বিভিন্ন প্রমোশনাল ইভেন্টে দেখা যায় তাদের। বিশ্বখ্যাত ঘড়ি কোম্পানি উবলোর উদ্যোগে বাসেলে এক প্রীতি ম্যাচে হাজির হয়েছিলেন বিশ্বের নানা প্রান্তের প্রাক্তন তারকা অ্যাথলেটরা। সেখানে ট্র্যাকের রাজা বোল্টকে ফুটবলের কারিকুরি শিখিয়েছেন আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপের নায়ক ম্যারাডোনা।

তারকাদের ওই মিলনমেলায় উপস্থিত ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো, ডাচম্যান প্যাট্রিক ক্লুইভার্ট, আর্জেন্টিনার হারনান ক্রেসপো, ব্রাজিলের রবার্তো কার্লোস, ইতালির অ্যাঞ্জেলো পেরুজ্জির মতো বিশ্বসেরা তারকারা। ওই ম্যাচে আরও উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

গত বছর ট্র্যাকের রাজা বোল্ট অবসরের পর ফুটবলে নিজের আগ্রহের কথা জানিয়েছিলেন। ইতমধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেড ও বরুশিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবে অনুশীলন শুরু করেছেন জ্যামাইন এ তারকা। বুধবার প্রীতি ম্যাচে ডিয়েগো ম্যারাডোনার প্রতিপক্ষ দলের হয়ে খেলেছেন তিনি। বোল্টদের বিপক্ষে বল নিয় কারিকুরি করতে দেখা গেছে ম্যারাডোনাকে। ম্যাচ শেষে বাসেলে উপস্থিত তারকাদের উদ্দেশে ম্যারাডোনা বলেন, ‘আমরা খেলেছি। তবে সবসময় সোজা শট নিয়েছি।’

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৯৫০ঘ.)