হাসপাতালে আকরাম খান

হাসপাতালে আকরাম খান

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় কাঁপছে গোটা দেশ। প্রতিদিনই হু হু করে বাড়ছে সংক্রমণ। দুঃসংবাদ এসেছে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক আকরাম খান কদিন আগে আক্রান্ত হয়েছেন করোনায়। এবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

বিসিবি সূত্রে জানা গেছে, খুব বেশি জটিলতা না থাকলেও সতর্কতা হিসেবে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে আকরাম খানকে। চিকিৎসকের পরামর্শে আজ দুপুরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে আকরাম খানের ফুসফুস ৩০ ভাগ সংক্রমিত হয়েছে। অবশ্য তাঁর পরিবারের আন্যদের নেগেটিভ এসেছে।

গত শনিবার আকরাম খান নিজেই জানিয়েছিলেন তাঁর করোনা আক্রান্তের খবরটি। তখন স্বাস্থ্যবিধি মেনে নিজ বাসাতে সেল্ফ আইসোলেশনে ছিলেন।

আকরাম খানের আগে করোনায় আক্রান্ত হন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা। নিজ দেশ শ্রীলঙ্কায় যেতে করোনা টেস্ট করে পজিটিভ হয়েছেন তিনি। সিলভার পর এবার করোনায় আক্রান্ত বিসিবি পরিচালক।