মোস্তাফিজের মৌসুমসেরা বোলিংয়ে দাপুটে জয় রাজস্থানের

মোস্তাফিজের মৌসুমসেরা বোলিংয়ে দাপুটে জয় রাজস্থানের

ম্যাচের শুরুতে ব্যাট হাতে ঝড় তোলেন জস বাটলার। ইংলিশ ব্যাটসম্যানের দারুণ সেঞ্চুরিতে ২২০ রানের বিশাল পুঁজি পায় রাজস্থান রয়্যালস। পরে মোস্তাফিজুর রহমানের আগুনে বোলিংয়ে রাজস্থান সহজেই হারায় সানরাইজার্স হায়দরাবাদকে। রোববার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) হায়দরাবাদকে ৫৫ রানে হারায় রাজস্থান।

বল হাতে চার ওভারের স্পেলে মাত্র ২০ রানে তিন উইকেট নেন রাজস্থানের বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। এবারের আইপিএলে এটি ব্যক্তিগত সেরা নৈপুণ্য মোস্তাফিজের। রোববার পুরো ইনিংসে মোস্তাফিজের বলে কোনো ছক্কা হাঁকাতে পারেনি হায়দরাবাদের ব্যাটসম্যানরা। আসরে ৭ ম্যাচে তৃতীয় জয়ে রাজস্থানের সংগ্রহ ৬ পয়েন্ট।
এতে তালিকার পঞ্চম স্থানে উঠে এলো মোস্তাফিজের দল। ৭ ম্যাচে মোস্তাফিজের শিকার ৮ উইকেট।

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে রাজস্থানকে ব্যাটিংয়ে পাঠান হায়দরাবাদের নতুন অধিনায়ক কেন উইলিয়ামসন। দারুণ ব্যাটিংয়ে ৬৪ বলে ১২৪ রানের ইনিংস খেলেন জস বাটলার। রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন করেন ৪৮ রান। এতে ইনিংস শেষে রাজস্থানের সংগ্রহ দাঁড়ায় ২২০/৩-এ।

জবাবে শুরুটা দারুণ ছিল হায়দরাবাদের। পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে সানরাইজার্সের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৫৭। তবে হায়দরাবাদ ওপেনার মনীশ পাণ্ডেকে সরাসরি বোল্ড করে দলকে ব্রেক থ্রো এনে দেন মোস্তাফিজ। পরে হায়দরাবাদের দুই আফগান ব্যাটসম্যান মোহাম্মদ নবী ও রশিদ খানকে সাজঘরে ফেরান এ বাংলাদেশি ‘কাটার মাস্টার’। এদিন নিজের চার ওভারে ২৯ রানে তিন উইকেট নেন রাজস্থানের প্রোটিয়া পেসার ক্রিস মরিস।