শ্রীলঙ্কার কোচ হলেন হাথুরুসিংহে

শ্রীলঙ্কার কোচ হলেন হাথুরুসিংহে

কুড়িগ্রাম, ৮ ডিসেম্বর (জাস্ট নিউজ) : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সম্প্রতি বিদায় জানানোর পর সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

শোনা যাচ্ছিল, শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের কোচ হবেন বলেই বাংলাদেশ থেকে সরে দাঁড়িয়েছেন। এ নিয়ে তুমুল আলোচনা। আর সেই গুঞ্জনই সত্যি হলো। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র খবর সূত্রে জানা গেল, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছেন হাথুরুসিংহে। শুক্রবার এমনটাই ঘোষণা দিলো লঙ্কান বোর্ড।

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রাক্কালে শ্রীলঙ্কা দলের দায়িত্ব নিচ্ছেন কোচ হাথুরুসিংহে। ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী ২০ শে ডিসেম্বর।

গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পদত্যাগপত্র দেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ২০১৪’র মে থেকে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন এ লঙ্কান কোচ।

(জাস্ট নিউজ/ওটি/১৯১৫ঘ.)