অলিম্পিকে ইতিহাস গড়তে পারবেন দিয়া?

অলিম্পিকে ইতিহাস গড়তে পারবেন দিয়া?

টোকিও অলিম্পিকে সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল রোমান সানাকে নিয়ে। কিন্তু তিনি পারেননি। গতকাল মঙ্গলবার ছিটকে যান মূল লড়াই থেকে। অলিম্পিক আর্চারির রিকার্ভ এককে প্রথম রাউন্ডে গ্রেট বৃটেনের টম হলকে হারালেও দ্বিতীয় রাউন্ডে তিনি কানাডার ক্রিসপিন ডুয়েনাসের কাছে হেরে যান।

চলমান অলিম্পিকে এখন বাংলাদেশের ভরসা দিয়া সিদ্দীকিকে নিয়ে। রিকার্ভ এককের নারী বিভাগে আগামীকাল বৃহস্পতিবার বেলারুশের কারিনা জিওমিনস্কায়ার বিপক্ষে লড়বেন তিনি। টোকিওর ইউমেনাস হিমাপার্ক আরচ্যারি মাঠে বাংলাদেশ সময় সকাল সোয়া ৮ টায় শুরু হবে এই লড়াই। এই ইভেন্টে সাফল্য পেলে ইতিহাস গড়বেন তিনি।

গত মেতে সুইজারল্যান্ডে বিশ্বকাপ আর্চারির স্টেজ-২-এর রিকার্ভ মিক্সড ইভেন্টের ফাইনালে খেলেছেন দিয়া। রোমান সানার সঙ্গে জুটি বেঁধে রুপা জিতেছিলেন তিনি। অবশ্য গত জুনে ফ্রান্সে আর্চারি বিশ্বকাপের স্টেজ-৩ রিকার্ভের বাছাইয়ে বাদ পেড়েছিলন দিয়া।

অবশ্য গেমসের প্রথম দিনে মিশ্র দ্বৈতে রোমান সানার সঙ্গে জুটি বেঁধে ১২৯৭ স্কোর করে নকআউট পর্বে উঠেছিলেন দিয়া। কিন্তু পরদিন বিদায় নেন প্রি-কোয়ার্টারে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে।