চীনের ঝুলিতে ১৯ স্বর্ণপদক

চীনের ঝুলিতে ১৯ স্বর্ণপদক

টোকিও ২০২০ অলিম্পিকের সপ্তমদিন ১৯টি স্বর্ণসহ ৪০ পদক জিতে আবারও শীর্ষস্থান দখল করেছে চীন। তাদের ঝুলিতে ১০টি রুপা ও ১১টি ব্রোঞ্জ। দ্বিতীয় স্থানে থাকা স্বাগতিক জাপান শুক্রবার পর্যন্ত ২৮টি পদক জিতেছে। এরমধ্যে ১৭টি সোনা। বাকি ১১টির মধ্যে চারটি রুপা ও সাতটি ব্রোঞ্জ। ১৪টি স্বর্ণসহ ৪১ পদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাকি ২৭টি পদকের মধ্যে ১৬টি রুপা ও ১১টি ব্রোঞ্জ জিতেছে তারা।

বিশ্ব চ্যাম্পিয়ন পোল ভোল্টার করোনা আক্রান্ত

দুবারের বিশ্ব পোল ভোল্ট চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাম কেনড্রিকস ছিটকে পড়েছেন টোকিও অলিম্পিক থেকে। তিনি করোনায় আক্রান্ত। এই খবর ছড়িয়ে পড়ার পর আর্জেন্টাইন পোল ভোল্টার জারমান চিয়ারাভিগলিও জানান, তিনিও করোনা পজিটিভ। গেমসে অংশ নেবেন না। কেনড্রিকস ২০১৭ ও ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে টানা দুবার স্বর্ণপদক জেতেন। ২০১৬ রিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ২৮ বছরের এই মার্কিন পোল ভোল্টার আইসোলেশনে রয়েছেন।

এমজে/