দুর্দান্ত জয়ে সেমির পথে আর্সেনাল

দুর্দান্ত জয়ে সেমির পথে আর্সেনাল

ঢাকা, ৬ এপ্রিল (জাস্ট নিউজ) : ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সিএসকেএ মস্কোকে ৪-১ গোলে হারিয়েছে আর্সেনাল। রাশিয়ার ক্লাবটির বিপক্ষে দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেছে আর্সেন ওয়েঙ্গারের দল। ইংলিশ দলটির হয়ে জোড়া গোল করেছেন অ্যারন রামজি ও আলেকসান্দ্রে লাকাজেতে।

বৃহস্পতিবার রাতে এমিরেটস স্টেডিয়ামে খেলতে আসে মস্কো। আর্সেনাল দূর্গে শুরুতেই হোঁচট খান অতিথিরা। ৯ মিনিটে রামজির দুর্দান্ত শটে লক্ষ্যভেদ হলে পিছিয়ে পড়েন তারা।

পিছিয়ে গিয়ে আক্রমণের ধার বাড়ায় মস্কো। ফল আসতেও সময় লাগেনি। ১৫ মিনিটে ২৫ গজ দূর থেকে বাঁকানো ফ্রি-কিকে ক্রসবার ঘেঁষে বল জালে পাঠিয়ে সমতা টানেন আলেকসান্দ্রে গোলোভিন।

পরে গোল পেতে মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। স্বাগতিকদের এ প্রচেষ্টা আলোর মুখও দেখে। ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন লাকাজেতে। ডি-বক্সে মেসুত ওজিলকে ফাউল করলে এ পেনাল্টিটি পায় তারা।

এগিয়ে গিয়ে দারুণ আত্মবিশ্বাসী হয়ে ওঠে আর্সেনাল। ছন্দময় ফুটবল উপহার দেয় তারা। ২৮ মিনিটে ওজিলের বাড়ানো বল ধরে ব্যাকহিলে জালে পাঠিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন রামজি।

এদিন যেন প্রতিযোগিতায় নেমেছিলেন রামজি-লাকাজেত। ওয়েলস মিডফিল্ডার পারলে তিনি পারবেন না কেন? ৩৫ মিনিটে ওজিলের আরেক পাস নিয়ন্ত্রণে নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন লাকাজেত।

মাত্র ১২ মিনিটের মধ্যে ৩ গোল করে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর্সেনাল। ৪-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দলটি।

দ্বিতীয়ার্ধে সাইড বেঞ্চ বাজিয়ে নেন ওয়েঙ্গার। একাধিক সুযোগও তৈরি করেন তারা। তবে আর প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেননি।

বাকি সময়ে নিশানাভেদ করতে পারেনি মস্কোও। ফলে ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। এ নিয়ে টানা পাঁচ ম্যাচে জয় পেল তারা।

আগামী বৃহস্পতিবার ফিরতি পর্ব মস্কোর মাঠে আতিথ্য নেবেন ওয়েঙ্গারের শিষ্যরা।

শেষ আটের প্রথম লেগের অন্যান্য ম্যাচে স্পোর্টিংকে ২-০ গোলে অ্যাটলেটিকো মাদ্রিদ, সাইসবুর্গকে ৪-২ ব্যবধানে লাৎসিও ও মার্সেইকে ১-০ গোলে হারিয়েছে লাইপজিগ।

(জাস্ট নিউজ/এমআই/১০২৭ঘ.)