কষ্টার্জিত জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

কষ্টার্জিত জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

১১৯ রানের মামুলি লক্ষ্যে নেমেও জয় পেতে বেগ পেতে হয়েছে অস্ট্রেলিয়ার। দুই বল বাকি থাকতে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়েছে অ্যারন ফিঞ্চরা। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে আনে অস্ট্রেলিয়া।

মামুলি টার্গেটে ব্যাটিংয়ে নেমেই বিপাকে অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় ওভারে মাত্র ৪ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৫ বলে শূন্য রানে ফেরেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। দলীয় ২০ রানে ফেরেন আারেক ওপেনার ডেভিড ওয়ার্নার। দলীয় ৩৮ রানে মহারাজের শিকার হন মিচেল মার্শ। ১৭ বলে ১১ রান করে ফেরেন তিনি।

এরপর দলের বিপর্যয়ে ৪২ রানের জুটি গড়েন স্মিথ-ম্যাক্সওয়েল। ব্যাক্তিগত ৩৪ বলে ৩৫ রান করে মার্করামের দুর্দান্ত ক্যাচে ফিরেন স্মিথ। পরের বলেই ম্যাক্সওয়েলকে (১৮) শিকার বানান তাবরিজ শামসি। শেষদিকে স্টয়নিস ও ওয়েডের ব্যাটে দুই বল বাকি থাকতে জয় পায় অস্ট্রেলিয়া। ২৪ রানে স্টয়নিস ও ১৫ রানে অপরাজিত থাকেন ওয়েড।
দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি উইকেট নেন এনরিচ নর্টজে। একটি করে উইকেট নেন রাবাদা, মহারাজ ও শামসি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ১৩ রানে ম্যাক্সওয়েলের ঘূর্ণিতে পরাস্ত হন অধিনায়ক টেম্বা বাভুমা। স্কোরকার্ডে ৩ রান যোগ হতেই ব্যক্তিগত ২ রানে সাজঘরে ফেরেন রসি ফন ডার ডুসেন। কুইন্টন ডি ককও বেশিক্ষণ টিকতে পারলেন না। দলীয় ২৩ রানেই হ্যাজলউডের বলে স্ট্যাম্প উড়ে যায় তার। ১২ বলে ৭ রান তার।

তিন উইকেট হারিয়ে সাবধানী দক্ষিণ আফ্রিকা এবার হারায় ক্লাসেনকে। কামিন্সের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। ১৩ বলে ১৩ রান করেন তিনি। এরপর মিলারকে নিয়ে প্রতিরোধ গড়ছিলেন মারক্রাম। দুজনে মিলে ৩৪ রানের জুটি গড়েন। দলীয় ৮০ রানে অ্যাডাম জাম্পার ঘূর্ণিতে এলবিডব্লিউইয়ের শিকার হন মিলার। ১৮ বলে ১৬ রান করেন মিলার। এর দুই বল বাদেই নতুন ব্যাটসম্যান প্রিটোরিয়াসকে ফেরান জাম্পা।

অজি বোলিং তোপে যেন খেই হারিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে ফিরলেন কেশভ মহারাজ। দলীয় ৯৮ রানে স্টার্কের ফেরেন দলের সর্বোচ্চ স্কোরার মারক্রাম। ১ ছক্কা ও ৩ চারে ৩৬ বলে ৪০ রান তুলেন মারক্রাম।

দলের ৯ম ব্যাটসম্যান হিসেবে আউট হন এনরিচ নর্টজে। স্টার্কের বলে ফিঞ্চের তালুবন্দী হয়ে ফেরেন ২ রান করে। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন স্টার্ক, হ্যাজলউড ও জাম্পা। ১টি করে উইকেট নেন ম্যাক্সওয়েল ও কামিন্স।

ফিঞ্চ জানিয়েছেন, তার মতে উইকেটটি দারুণ। যা ম্যাচের বাকি সময়ে বদলানোর কোনো সম্ভাবনা নেই। তাই পরে ব্যাটিং করে রান তাড়ার দিকেই ঝুঁকেছে অস্ট্রেলিয়া।

দক্ষিণ আফ্রিকা একাদশ: 

কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, এইডেন মারক্রাম, রসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিচ নর্টজে ও তাবরাইজ শামসি।

অস্ট্রেলিয়া একাদশ:

অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিনস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।