সাকিব করোনা পজিটিভ

সাকিব করোনা পজিটিভ

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না এ অলরাউন্ডারের।

বর্তমানে আইসোলেসনে আছেন সাকিব। থাকতে হবে সাত দিন। যে কারণে প্রথম টেস্টে খেলার কোনো সুযোগ থাকছে না তার।

ছুটি কাটিয়ে আজ (মঙ্গলবার) সকালেই দেশে ফিরেছেন সাকিব। কোভিড প্রটোকল অনুযায়ী করানো হয় তার করোনা পরীক্ষা। সেখানেই পজিটিভ ফল আসে অলরাউন্ডারের।

আগামীকাল (বুধবার) আবার পরীক্ষা করানো করানো হবে এ অলরাউন্ডারের। তবে সেই রিপোর্টের ফলও পজিটিভ আসলে প্রথম টেস্টে খেলতে পারবেন না তিনি।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে সবশেষ গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব। এরপর পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে দেশে ফিরে আসলে খেলা হয়নি টেস্ট। সাদা জার্সিতে ফেরার অপেক্ষা আরও বাড়ল তার।

আগামী ১৫ মে চট্টগ্রামে শুরু হচ্ছে প্রথম টেস্ট। এরমধ্যেই বন্দর নগরীতে পৌঁছেছে বাংলাদেশ দল। তবে ছুটিতে থাকায় প্রস্তুতিতে অংশ নিতে পারেননি সাকিব। যুক্তরাষ্ট্রে থাকায় বাড়তি দুই দিনের ছুটি নিয়েছিলেন।

দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়ানডে সংস্করণ খেলে দেশে ফেরার পর সবশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্স পর্বে অংশ নেন সাকিব। লিজেন্ডস অব রূগঞ্জের হয়ে খেলেছেন ৪টি ম্যাচ।