ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ যে সব দলের বিরুদ্ধ খেলবে

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ যে সব দলের বিরুদ্ধ খেলবে

ঢাকা, ২৫ এপ্রিল (জাস্ট নিউজ) : ওয়ানডে বিশ্বকাপ আসতে এখনও এক বছরের বেশি সময় বাকি। তবে ২২ গজের বৈশ্বিক লড়াইয়ের তাপ গায়ে লাগতে শুরু করেছে ক্রিকেটপ্রেমীদের। ২০১৯ সালের ইংল্যান্ডের আসরের কয়েকটি সূচি চূড়ান্ত হয়ে গেছে ইতোমধ্যে। যার মধ্যে রয়েছে ভারত-পাকিস্তানের উত্তেজনাকর দ্বৈরথও।

বাংলাদেশের সূচি চূড়ান্ত না হলেও বুধবার ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ একটি সূচি প্রকাশ করেছে। যে সূচি অনুযায়ী বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ২ জুন থেকে, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

পূর্ণাঙ্গ এই সূচি ইতোমধ্যে অনুমোদন দিয়েছে আইসিসির সিইসি (চিফ এক্সিকিউটিভ কমিটি)। বৃহস্পতিবার চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে কলকাতায় আইসিসির বোর্ড সভায়। এরপরই জানা যাবে সামনের বিশ্বকাপের চূড়ান্ত সূচি।

তার আগে ‘ক্রিকইনফো’ প্রকাশিত সূচিতে বাংলাদেশের ম্যাচের তারিখ, প্রতিপক্ষ ও ভেন্যু দেখে নেওয়া যাক-

প্রথম ম্যাচ ২ জুন, রবিবার। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ভেন্যু ওভাল।

দ্বিতীয় ম্যাচ ৫ জুন, বুধবার। প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ভেন্যু ওভাল।

তৃতীয় ম্যাচ ৮ জুন, শনিবার। প্রতিপক্ষ ইংল্যান্ড, ভেন্যু কার্ডিফ।

চতুর্থ ম্যাচ ১১ জুন, মঙ্গলবার। প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ভেন্যু ব্রিস্টল।

পঞ্চম ম্যাচ ১৭ জুন, সোমবার। প্রতিপক্ষ উইন্ডিজ, ভেন্যু টন্টন।

ষষ্ঠ ম্যাচ ২০ জুন, বৃহস্পতিবার। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভেন্যু নটিংহ্যাম।

সপ্তম ম্যাচ ২৪ জুন, সোমবার। প্রতিপক্ষ আফগানিস্তান, ভেন্যু সাউথাম্পটোন।

অষ্টম ম্যাচ ২ জুলাই, মঙ্গলবার। প্রতিপক্ষ ভারত, ভেন্যু বার্মিংহাম।

নবম ম্যাচ ৫ জুলাই, শুক্রবার। প্রতিপক্ষ পাকিস্তান, ভেন্যু লর্ড'স।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২১১৪ঘ.)