তামিমের অর্ধশতকে বাংলাদেশের দারুণ শুরু

তামিমের অর্ধশতকে বাংলাদেশের দারুণ শুরু

চার মেরে অর্ধশতক পূর্ণ করেন অধিনায়ক তামিম ইকবাল, তার আগ্রাসী ব্যাটিংয়ে প্রথম ১০ ওভার দুর্দান্ত কেটেছে বাংলাদেশ দলের। তামিমকে বেশ সতর্কতার সঙ্গে সঙ্গ দিয়েছেন এনামুল হক বিজয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে বিনা উইকেটে ৬২ রান। ৫০ রানে ব্যাট করছেন তামিম ও ১৪ রানে বিজয়।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতে টস হেরেছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। টস জিতে বাংলাদেশকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় শুরু হয় ম্যাচটি। বাংলাদেশ দলে ৩টি পরিবর্তন আনা হয়েছে।

বাংলাদেশ :
তামিম ইকবাল (অধিনায়ক), আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাইজুল ইসলাম।

জিম্বাবুয়ে :
ক্রেইগ আরভিন (অধিনায়ক), রেগিস চাকাবভা (উইকেটরক্ষক), তানাকা চিভাঙ্গা, লুক জঙ্গি, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধভের, তাদিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও সিন উইলিয়ামস।