চাচার সম্মান রাখলেন ভাতিজা

চাচার সম্মান রাখলেন ভাতিজা

ঢাকা, ২৯ এপ্রিল (জাস্ট নিউজ) : তাকে দলে নেয়ার পর থেকেই সমালোচনার ঝড়। প্রভাবশালীর আত্মীয় হওয়াতেই সুযোগ পেয়েছেন বলে অভিযোগ। তিনি পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ইনজামাম-উল হকের ভাতিজা ইমাম-উল-হক।

সমালোচনার পর চাচা বলেছিলেন, পারফরম্যান্সের জন্যই ইমামকে দলে নেয়া হয়েছে। পরে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করে চাচার সম্মান রেখেছেন ভাতিজা।

ইংল্যান্ড সফরের প্রথম ট্যুর ম্যাচে কেন্টের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। টস জিতে প্রথম ব্যাট করতে নেমে মাত্র ৫৬ ওভার খেলে ১৬৮ রানেই শেষ হয় তাদের ইনিংস। এর মধ্যে একাই দলীয় সর্বোচ্চ ৬১ রান করেন ইমাম-উল।

কেন্টের বোলিং তোপে পাকিস্তানের কোনো ব্যাটসম্যানই ক্রিজে থিতু হতে পারেননি। অন্যদের যাওয়া-আসার মিছিলে একপ্রান্ত আগলে ছিলেন শুধু ইনজির ভাতিজাই।

১১১ বলে ৯ চারে ৬১ রান করে তিনি। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন ১০ নম্বরে ব্যাটিংয়ে নামা হাসান আলী। অন্যদের কেউই ২০ রানের ঘর স্পর্শ করতে পারেননি।

পাকিস্তান ইনিংসের জবাব দিতে নেমে আলো স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে এক উইকেট হারিয়ে ৩৯ রান করে কেন্ট।

(জাস্ট নিউজ/একে/২০৩৫ঘ.)