মানুষকে নীতিকথা শোনানোর আগে ইউরোপীয়দের ক্ষমা চাওয়া উচিত: ফিফা সভাপতি

মানুষকে নীতিকথা শোনানোর আগে ইউরোপীয়দের ক্ষমা চাওয়া উচিত: ফিফা সভাপতি

বিশ্বকাপ আয়োজক কাতারের সমালোচনাকারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। দোহায় সংবাদ সম্মেলনে কাতারের শ্রমিক অধিকারের সমালোচনা করাটা ইউরোপীয় দেশগুলোর ভণ্ডামি উল্লেখ করে পশ্চিমা বিশ্বের অতীত ইতিহাসও মনে করিয়ে দিয়েছেন ইনফান্তিনো।

ইনফান্তিনো বিশ্বকাপকে কেন্দ্র করে তার অঞ্চলের অতীত ইতিহাস তুলে চাঁছাছোলা মন্তব্য করেছেন, ‘ইউরোপ আর পশ্চিমা বিশ্ব এখন অনেক কিছু শেখায়। গত ৩ হাজার বছর ইউরোপিয়ানরা বিশ্বজুড়ে যা করেছে, তাতে মানুষকে নীতিকথা শোনানোর আগে আগামী ৩ হাজার বছর তাদের ক্ষমা চাওয়া উচিত।’

ইউরোপ ও পশ্চিমা বিশ্বের ব্যবসায়িক গোষ্ঠীর সমালোচনা করে ইনফান্তিনোর মন্তব্য, ‘ইউরোপ আর পশ্চিমা কোম্পানিগুলো কাতার থেকে মিলিয়ন, বিলিয়ন ডলার আয় করে, তাদের কয়টা অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে? কেউ বলেনি। কারণ, আইন বদলালে তাদের আয় কমে যাবে। কিন্তু আমরা সেটা করেছি। কাতারে কাজ করা এই সব কোম্পানির চেয়ে ফিফার আয় কম।’

বিশ্বকাপের অবকাঠামো নির্মাণ কেন্দ্র করে কাতারের শ্রম অধিকার নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার সঙ্গে কাজ করেছে ফিফা। এরই মধ্যে দেশটিতে অভিবাসী শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। শ্রমিকদের মালিকানা ব্যবস্থায়ও পরিবর্তন আনা হয়েছে।

সার্বিক শ্রম পরিস্থিতির উন্নতি হয়েছে উল্লেখ করে ইনফান্তিনো সমালোচকদের একহাত নিয়েছেন, ‘তাদের একপক্ষীয় নীতিশিক্ষা স্রেফ ভণ্ডামি। আমি অবাক হই, ২০১৬ সাল থেকে যে উন্নতিটা এখানে হয়েছে, সেটাকে তারা স্বীকৃতি দিচ্ছে না। যে সিদ্ধান্ত ১২ বছর আগে হয়ে গেছে, সেটার সমালোচনার অর্থ কী? কাতার প্রস্তুত। এটা এযাবৎকালের সেরা বিশ্বকাপই হবে।’

ফিফা সভাপতি হিসেবে এসব বক্তব্য নিজের জানিয়ে ইনফান্তিনো যোগ করেন, ‘আমাকে কাতারের পক্ষে দাঁড়াতে হবে না, কাতার নিজেই নিজের কথা বলবে। আমি কথা বলছি ফুটবলের পক্ষে। কাতার উন্নতি করেছে। আরও অনেক কিছুতেও।’

সংবাদ সম্মেলনের শেষ দিকে ইনফান্তিনো সাংবাদিকদের প্রতি কোচ ও খেলোয়াড়দের বিব্রতকর প্রশ্ন না করার অনুরোধ করেন, ‘আপনাদের যদি কারও সমালোচনা করতে হয়, করুন। কোচ, খেলোয়াড়দের ওপর চাপ দেবেন না। সমালোচনা করতে চাইলে আমাকে বিদ্ধ করুন। আমি আছি। অন্যদের সমালোচনা করবেন না। কাতারের সমালোচনা করবেন না। মানুষকে বিশ্বকাপ উপভোগ করতে দিন।’