আজ রংপুরের মুখোমুখি ঢাকা

শিরোপা ছুঁয়ে দেখতে চান সাকিব

শিরোপা ছুঁয়ে দেখতে চান সাকিব

ঢাকা, ১২ ডিসেম্বর (জাস্ট নিউজ): গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস দ্বিতীয় শিরোপার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।

মঙ্গলবার সন্ধ্যায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে সাকিবের ঢাকা ডায়নামাইটস। শিরোপার দাবিদার দলটি ফাইনালে উপভোগ্য ম্যাচ উপহার দিতে প্রত্যয়ী। কারণ গত আসরের মতো এবারো শিরোপা ছুঁয়ে দেখতে চান ঢাকা অধিনায়ক সাকিব, আশা করি ভালো একটা ম্যাচ হবে। যেহেতু একটি দলের হয়ে খেলছি, অবশ্যই চেষ্টা থাকবে দল যেন চ্যাম্পিয়ন হয়। গুরুত্বপূর্ণ হলো, একক পারফরম্যান্স। টি-টোয়েন্টিতে একজন-দুজনও খেলা ঘুরিয়ে দিতে পারে। সবচেয়ে বড় ব্যাপার, ভালো একটা ম্যাচ খেলতে চাই, যেন সবাই ম্যাচটি উপভোগ করতে পারে।

ঢাকার দলটিতে বেশ বড় বড় তারকা ক্রিকেটার খেলছেন। এভিন লুইস, কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদি, সুনীল নারিন, ক্যামেরন ডেলপোর্ট, জো ডেনলি, মোহাম্মদ আমির, কিয়েরন পোলার্ড, রোভম্যান পাওয়েলের মতো ক্রিকেটার আছেন। তাই এমন একটি দল নিয়ে আরো একটি শিরোপা জিততে উন্মুখ হয়ে আছেন ঢাকার অধিনায়ক সাকিব, চেষ্টা থাকবে আরেকটি ফাইনাল জেতার। এখানে অনেক বড় বড় ক্রিকেটার আছেন। সবার মধ্যেই ভালো করার তাড়া আছে। আশা করি ভালো ক্রিকেট খেলে ম্যাচটা আমরা জিততে পারবো।

রংপুর রাইডার্সের বোলিং আক্রমণ পেস নির্ভর হলেও ঢাকার বোলিং আক্রমণ অনেকটাই স্পিন নির্ভর। রংপুরের গুরুত্বপূর্ণ দুই ব্যাটসম্যান ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালামকে রুখে দিতে স্পিন আক্রমণের বিকল্প নেই। এই অবস্থায় নিজেদের বোলিং আক্রমণে আস্থা রয়েছে সাকিবের, আমাদের বোলিং আক্রমণ ভালো। তিন মূল স্পিনারের পাশাপাশি রনিও পুরো মৌসুমে ভালো বোলিং করেছে। মোসাদ্দেকও খুব ভালো করছে। সবমিলিয়ে বোলিং আক্রমণ ভালো করছে।

ব্যাটসম্যানদের প্রতি আত্মবিশ্বাসী সাকিব আহ্বান জানালেন এভাবেই, ব্যাটিং মাঝেমধ্যে ব্যর্থ হলেও এখন ধারাবাহিক। টুর্নামেন্টের এই সময়টাতে এই ধারাবাহিকতাটাই গুরুত্বপূর্ণ। আশা করি যারা রানের মধ্যে আছে ফাইনালে তারা সেটা ধরে রাখবে।

(জাস্ট নিউজ/ওটি/১৬২১ঘ.)