মাশরাফিকে শুভেচ্ছা দূত করতে চায় কারিগরি বোর্ড

মাশরাফিকে শুভেচ্ছা দূত করতে চায় কারিগরি বোর্ড

ঢাকা, ৮ মে (জাস্ট নিউজ) : কারিগরি শিক্ষাকে জনপ্রিয় ও আকর্ষণীয় করতে জাতীয় ক্রিকেট দলের ওডিআই অধিনায়ক মাশরাফি-বিন-মর্তুজাকে কাজে লাগাতে চায় কারিগরি শিক্ষাবোর্ড।

ক্রিকেটের এই লিজেন্ডকে ‘শুভেচ্ছা দূত’ পেতে বাংলাশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুরোধ করেছেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। গত ২৪ এপ্রিল বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে অনুরোধ জানিয়ে এ চিঠি লিখেছেন তিনি।

যার অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছেও পাঠানো হয়েছে। উভয় চিঠি সোমবার সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছেছে। মাশরাফিকে শুভেচ্ছা দূত হিসেবে পাওয়ার বিষয়টি বিসিবির বোর্ড সভায় অনুমোদনের অপেক্ষায় আছে বলে সূত্র জানিয়েছে।

চিঠির বিষয়ে জানতে চাইলে বিসিবির সিইও নিজাম উদ্দীন চৌধুরী সুজন বলেন, গত সোমবার চিঠি পেয়েছি। বিষয়টি নিয়ে বোর্ডের নির্বাহী কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

(জাস্ট নিউজ/একে/২০৪৭ঘ.)