ওয়ানডেতে ৭ হাজার রান সাকিবের, এগিয়ে নিচ্ছেন দলকে

ওয়ানডেতে ৭ হাজার রান সাকিবের, এগিয়ে নিচ্ছেন দলকে

বাংলাদেশ-আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডেতে অধিনায়ক তামিম ইকবাল শুরুতেই ফিরে সাজঘরে। তামিমের বিদায়ের পর দলকে বড় স্কোরের স্বপ্ন দেখিয়ে ফিরলেন আরেক ওপেনার লিটন দাসও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪.১ ওভারে ২ উইকেটে ৭১ রান। নাজমুল হোসেন শান্ত ১৯ আর সাকিব আল হাসান ১৬ রানে অপরাজিত আছেন।

এর আগে শনিবার (১৮ মার্চ) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। বাংলাদেশকে জানিয়েছেন ব্যাটিংয়ের আমন্ত্রণ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। শুরুতেই বিদায় নেন তামিম। ইনিংসের তৃতীয় ওভারে আইরিশ পেসার মার্ক অ্যাডায়ারের বল শরীরের বাইরে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। টাইগার কাপ্তানের ব্যাট থেকে আসে মাত্র ৩ রান।

লিটনে সেট হয়েও ফিরেন কুর্তিস ক্যাম্ফারের বলে স্টারলিংকে ক্যাচ দিয়ে। আউট হওয়ার আগে ৩১ বলে ২ চার আর ১ ছক্কায় ২৬ রান করেন লিটন।