হাসান-তাসকিনের আঘাতে ব্যাটিং বিপর্যয়ে আয়ারল্যান্ড

হাসান-তাসকিনের আঘাতে ব্যাটিং বিপর্যয়ে আয়ারল্যান্ড

আইরিশদের চেপে ধরেছে বাংলাদেশ, ভেঙে দিয়েছে তাদের টপঅর্ডার, তুলে নিয়েছে চার চারটা উইকেট। এদের তিনজনকেই ফিরিয়েছেন হাসান মাহমুদ, অপরটা তাসকিনের। বিপরীতে পাওয়ার প্লে শেষে মাত্র ২৭ রান যোগ করতে পেরেছে সফরকারীরা।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক এন্ড্রু বালবির্নি। তবে শুরুটা তাদের ভালো হয়নি, প্রশ্ন উঠতেই পারে অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে। দুই ওপেনারের কেউই অধিনায়কের সিদ্ধান্তের যৌক্তিকতা পূরণ করতে পারেননি। পারেননি চার নাম্বারে নামা হ্যারি টেক্টরও।

ব্যাট করতে নেমে হাসান মাহমুদের বোলিং তোপে পড়ে আইরিশরা, তাকে যোগ্য সঙ্গ দেন তাসকিন আহমেদ। প্রথম ওভারে মাত্র ৩ রান দেয়ার পর দ্বিতীয় ওভারে মেইডেন দেন হাসান। পরের ওভারে এসে ফেরান স্টিফেন ডুহানিকে। নিজের পঞ্চম ওভারে এসে মাত্র ১ রানের বিনিময়ে তুলে নেন জোড়া উইকেট।

হাসানকে দেখে উজ্জীবিত হয়ে উঠেন তাসকিন আহমেদও। নিজের পঞ্চম ও দলীয় ১০ম ওভারে আইরিশ অধিনায়ক বালবির্নিকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানান। ডুহানি ২১ বলে ৮, পল স্টার্লিং ১২ বলে ৭, বালবির্নি ১৮ বলে ৬ ও হ্যারি টেক্টর আউট হন ৩ বলে ০ রানে।