টসের পর বৃষ্টির হানা, খেলা শুরু নিয়ে সংশয়

টসের পর বৃষ্টির হানা, খেলা শুরু নিয়ে সংশয়

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। তাই আজ দ্বিতীয় ম্যাচটি জিতে এক ম্যাচ আগে সিরিজ ঘরে তোলার সুযোগ টাইগারদের সামনে। এমন পরিস্থিতিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নামার কথা স্বাগতিক বাংলাদেশের। কিন্তু টসের পরপরই বেরসিক বৃষ্টি হানা দিয়েছে সিলেটে।

বুধবার (২৯ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোর্টস।

সিরিজ নিশ্চিতের ম্যাচে বাংলাদেশ তাদের স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি। অন্যদিকে আয়ারল্যান্ড তাদের স্কোয়াডে একটি পরিবর্তন এনেছে। ক্রেইগ ইয়াংয়ের জায়গায় দলে ঢুকেছেন ফিউন হ্যান্ড।

বাংলাদেশ স্কোয়াড
লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড স্কোয়াড
পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিউন হ্যান্ড, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।