চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে রিয়ালের গোল উৎসব

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে রিয়ালের গোল উৎসব

ঢাকা, ১৩ মে (জাস্ট নিউজ) : ক্রিশ্চিয়ানো রোনালদোর অভাব ঢাকলেন গ্যারেথ বেল৷ সেভিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে হারের ধাক্কা সামলে আবার জয়ে ফিরল রিয়াল৷ লা লিগায় সেল্টা ভিগোকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রস্তুতি সারল মাদ্রিদ৷

এল ক্লাসিকোর দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন রোনালদো৷ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে সম্পূর্ণ ম্যাচ ফিট হয়ে উঠতে মাঠের বাইরে রয়েছেন তিনি৷ সেভিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে জিদান বিশ্রাম দিয়েছিলেন বেলকেও৷ বেল-রোনাল্ডোহীন রিয়াল মাদ্রিদকে সেভিয়া ম্যাচে ২-৩ গোলে হারতে হয়েছিল৷ যদিও রামোসের পেনাল্টি মিস ও আত্মঘাতী গোলের ফলেই যে সেভিয়া ম্যাচে স্প্যানিশ জায়ান্টদের হারের মুখ দেখতে হয়েছিল, তা একপ্রকার নিশ্চিত৷

গত ম্যাচের হার থেকে শিক্ষা নিয়ে জিদান সেল্টা ভিগোর বিরুদ্ধে আমূল বদলে ফেলেন প্রথম একাদশ৷ বেনজেমা, ক্যাসেমিরো ও নাচো ছাড়া সেভিয়া ম্যাচের আর কোনও ফুটবলারকেই এদিন শুরু থেকে মাঠে নামাননি রিয়াল কোচ৷ বাদ দেন গত ম্যাচের খলনায়ক রামোসকেও৷ রোনালদো ও কার্ভাহাল যথারীতি মাঠের বাইরে ছিলেন৷ জিদান দলে ফেরান ওয়েলসম্যান বেলকে৷ গ্যারেথের দুরন্ত শুরুই ম্যাচের রাশ রিয়ালের হাতে এনে দেয়৷

ম্যাচের ১৩ মিনিটের মাথায় মদ্রিচের পাস থেকে রিয়ালের হয়ে গোলের খাতা খোলেন বেল৷ ৩০ মিনিটে ইসকোর পাস থেকে নিজের এবং দলের হয়ে দ্বিতীয় গোল করেন ওয়েলস তারকা৷ প্রথমার্ধে আরও একটি গোল করে রিয়াল৷ ৩২ মিনিটে টনি ক্রুজের ক্রস থেকে সেল্টা ভিগোর জালে বল জড়ান ইসকো৷

দ্বিতীয়ার্ধে রিয়ালের হয়ে আরও দু’টি গোল করেন হাকিমি ও ক্রুজ৷ একটি গোল সেল্টা ভিগোর সেন্টার ডিফেন্ডার সার্জি গোমেজের আত্মঘাতী৷ ৫২ মিনিটে হাকিমিকে গোলের পাস বাড়ান বেনজেমা৷ ৭৪ মিনিটে নিজেদের জালেই বল জড়ান সার্জি৷ ৮১ মিনিটে ক্রুজের গোল আসে মায়োরালের ক্রস থেকে৷

(জাস্ট নিউজ/জেআর/১১০৫ঘ.)