নিয়ম ভেঙে সতর্ক বার্তা পেলেন নাসির

নিয়ম ভেঙে সতর্ক বার্তা পেলেন নাসির

ঢাকা, ৫ নভেম্বর (জাস্ট নিউজ) : প্রথম ম্যাচেই সতর্ক বার্তা পেয়েছেন সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন। শনিবার বিপিএলের প্রথম ম্যাচে নিয়মভঙ্গের ঘটনায় সিলেট সিক্সার্সের ম্যানেজার হাসিবুল হোসেন ও অধিনায়ককে সতর্ক করা হয়।

অভিযোগ উঠেছে, ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৬ মিনিট দেরিতে টস করতে আসেন নাসির। এছাড়া সিলেটের যে খেলোয়াড় তালিকা সরবরাহ করা হয়, সেটিও ছিল হাতে লেখা।

তবে আন্তর্জাতিক এমনকি ঘরোয়া ক্রিকেটে এখন খেলোয়াড় তালিকা কম্পিউটারে কম্পোজ করা হয়। দলীয় অধিনায়ক ও ম্যানেজার তাতে শুধু স্বাক্ষর করেন।

এসব কারণে মাঠের দুই আম্পায়ার মাসুদুর রহমান ও রিয়াজ উদ্দিন ম্যাচ রেফারির কাছে রিপোর্ট করেন। অবস্থা বেগতিক দেখে নিজেদের ভুল স্বীকার করে পার পান নাসির ও দলের ম্যানেজার শান্ত।

ম্যাচ রেফারি দেবব্রত পাল তাদের সতর্ক করে ছেড়ে দেন। এছাড়া তাদের নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। এই পয়েন্ট বেড়ে গেলে নির্ধারত পয়েন্ট পরে নিষিদ্ধ হতে পারেন এক ম্যাচের জন্য।

 

(জাস্ট নিউজ/জেআর/১৭৪০ঘ.)