মোস্তাফিজ ভেলকিতে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

মোস্তাফিজ ভেলকিতে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

বাংলাদেশের দেওয়া ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের পথেই ছিল আয়ারল্যান্ড। শেষ আট ওভারে স্বাগতিকদের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৬ উইকেট। এরপরই মোস্তাফিজের ভেলকি শুরু, দ্রুত সময়ের মধ্যে জোড়া উইকেট নিয়ে খেলায় ফেরান বাংলাদেশকে। এর আগে আগের ম্যাচের আইরিশ সেঞ্চুরিয়ান হ্যারি টেক্টরকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন নাজমুল শান্ত।

শেষ দিকে ১০ বলে ২০ রানের ক্যামিওতে আয়ারল্যান্ডকে প্রায় জিতিয়ে দিচ্ছিলেন মার্ক অ্যাডায়ার। শেষ ওভারে জয়ের ১০ রান প্রয়োজন ছিল আইরিশদের। ওই ওভারে প্রথম বলেই মার্ককে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। শেষ পর্যন্ত রোমাঞ্চ ছড়ানো ম্যাচে চার রানে জিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে তামিম ইকবালের দল।

এর আগে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্রেক থ্রু এনে দেন মোস্তাফিজ। আগের দুই ম্যাচে বাইরে থাকা ফিজের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আইরিশ ওপেনার স্টিফেন ডোহেনি। এরপর আরেক ওপেনার পল স্টার্লিং ও অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবার্নি মিলে গড়েন ১০৯ রানের জুটি। স্টার্লিং করে ৬০ ও ব্যালবার্নির ব্যাট থেকে আসে ৫৩ রান।

দুজনে ফেরার পর দলের হাল ধরেন হ্যারি টেক্টর ও লকরান টকার।