৮৮ রানে অলআউট গেইলের পাঞ্জাব!

৮৮ রানে অলআউট গেইলের পাঞ্জাব!

ঢাকা, ১৪ মে (জাস্ট নিউজ) : বেঙ্গালুরুর দুর্দান্ত বোলিংয়ে পাঞ্জাব ১৫ ওভারেই সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৮ তুলতে সক্ষম হয়। জয়ের জন্য বেঙ্গালুরুর প্রয়োজন ২০ ওভারে ৮৯ রান।

পাঞ্জাব শুরুটা দেখে শুনে করলেও দলের প্রথম উইকেট যাওয়ার পর তাসের ঘরের মতন ব্যাটিং লাইনআপ ধসে পড়ে। দলীয় ৩৬ রানে রাহুলের উইকেট হারায় পাঞ্জাব। ওপেনার রাহুল করেন মাত্র ২১ রান। ৪১ রানে আবারও উইকেটের পতন পাঞ্জাবের। মাত্র ১৮ রান করে জাদবের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন গেইল।

স্বল্প সময়ের ব্যবধানে ২ উইকেট পড়ে যাওয়ায় চাপে পড়ে যায় গেইলের দল। পাঞ্জাবের চাপকে কাজে লাগিয়ে একের পর এক উইকেট তুলে নিতে থাকে বেঙ্গালুরুর বোলাররা। পাঞ্জাব ৯ ওভার শেষে ৬১ রানে পাঁচ উইকেট হারিয়ে খাঁদের কিনারায় এসে পড়ে। এরপর আর কোন ব্যাটসম্যান বেঙ্গালুরুর বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। দলের পক্ষে ফিঞ্চ সর্বোচ্চ ২৬ রান করেন।

বেঙ্গালুরুর পক্ষে যাদব তিনটি উইকেট নেন। এছাড়া সিরাজ, চাহল, আলি ও গ্র্যান্ডহোম প্রত্যেকে একটি করে উইকেট দখল করেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২২১০ঘ.)