রোনালদোকে টপকিয়ে আবারো মেসি

রোনালদোকে টপকিয়ে আবারো মেসি

ঢাকা, ২১ মে (জাস্ট নিউজ) : ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকিয়ে পঞ্চমবারের মত ইউরপিয়ান লীগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন শু লাভ করেছেন বার্সা স্ট্রাইকার লিওনেল মেসি। রবিবার রাতে লা লিগার শেষ ম্যাচে রিয়াল সোসিয়া বিপক্ষে জয়ের পর পুরস্কারটি তুলে দেওয়া হয় এই তারকা ফুটবলারের হাতে।

২০১৭-১৮ সেশনে সর্বোচ্চ ৩৪ গোল ও ৬৮ পয়েন্ট নিয়ে আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসি গোল্ডেন শু'র জন্য নির্বাচিত হন। মেসির পরেই ক্রিস্টিয়ানো রোনালদো চারবার এ পুরস্কার নিজের করেছেন। এর মধ্যে একবার ম্যানইউ-এর জার্সিতে আর তিনবার রিয়াল মাদ্রিদের জার্সিতে গোল্ডেন শু পেয়েছেন তিনি।

এবারের গোল্ডেন শু'তে মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। সালাহ মোট গোল করেন ৩২টি। তার খাতায় রয়েছে ৩৪ পয়েন্ট।

২০১৬-১৭ মৌসুমেও এ পুরষ্কার মেসির হাতে ওঠে। এ ছাড়া ৯-১০, ১১-১২ এবং ১২-১৩ মৌসুমে ইউরোপিয়ান লিগে সর্বোচ্চ গোল দাতার পুরস্কার পান মেসি।

১৯৬৭-৬৮ সাল থেকে গোল্ডেন শু পুরস্কারের প্রচলন শুরু হয়। ইউরোপিয়ান জাতীয় লিগগুলোতে সর্বোচ্চ গোলদাতাকে এ পুরস্কারটি দেওয়া হয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮৩৬ঘ.)