টাইগারদের স্কিল অনুশীলন শুরু

টাইগারদের স্কিল অনুশীলন শুরু

ঢাকা, ২৩ মে (জাস্ট নিউজ) : আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণার পর সোমবার থেকে স্কিল অনুশীলন শুরু হয়েছে তামিম-মুশফিকদের। ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার কথা শ্রীলংকায় নিদাহাস ট্রফিতে প্রধান কোচের দায়িত্ব পালন করা কোর্টনি ওয়ালশের।

স্কিল অনুশীলনের প্রথমদিনেই ব্যাটে-বলে আক্রমণাত্মক মানসিকতা নিয়ে অনুশীলন করেছেন খেলোয়াড়রা।

কাল অনুশীলন শেষে বিসিবি পরিচালক ও জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘টি ২০ ফরম্যাটের কথা মাথায় রেখেই বোলিং-ফিল্ডিং হচ্ছে। বোলাররা নতুন বলে কেমন ফিল্ডিং নিয়ে বল করবে, পুরনো বলে কী করবে, বৈচিত্র্যগুলো কী হচ্ছে এসব আরকি। ব্যাটসম্যানরা আক্রমণাত্মক খেলার অনুশীলন করছে আপাতত।’

আফগানিস্তানের দুই স্পিনার মুজিবুর রহমান ও রশিদ খানকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তবে মাহমুদের ধারণা দেরাদুনের উইকেট ততটা স্পিনসহায়ক হবে না।

তিনি বলেন, ‘আমার মনে হয় দেরাদুনে স্পিনসহায়ক উইকেট হবে না। উইকেটে বাউন্স থাকতে পারে। শুনলাম উইকেটে ঘাস আছে অনেক। আমাদের সিরিজ শুরুর আগে সাতটার মতো ম্যাচ হবে ওই মাঠে। তখন হয়তো ঘাস কমে যাবে। তবে স্পিনিং উইকেট হলেও আমাদের জন্য ভালো। ওরাও স্পিনে খুব ভালো তা না! আমরা প্রস্তুত যেমন উইকেটই হোক না কেন।’

মাহমুদ জানালেন, রশিদ ও মুজিবের আট ওভার বাদ দিয়েও ১২টি ওভার থাকবে। কিন্তু টি ২০ ক্রিকেটে আট ওভার রক্ষণাত্মক খেললে আর কয় ওভারই বা থাকে!

বিসিবি পরিচালক বলেন, ‘আফগানিস্তানকে হারানোর সামর্থ্য আমরা রাখি। যেকোনো কন্ডিশনে আমরা ভালো দল। আমাদের ব্যাটিং, বোলিং সব ওদের থেকে ভালো। হ্যাঁ, ওদের বিশ্বসেরা স্পিনার আছে। কিন্তু ওদের পুরো দল ভারসাম্যপূর্ণ নয়। আমরা যেকোনো সময়, যেকোনো জায়গায় আফগানিস্তানকে হারাতে পারি।’

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স প্লে-অফে না ওঠায় আজকের মধেই দেশে ফেরার কথা মোস্তাফিজুর রহমানের। হায়দরাবাদ ফাইনালে উঠলে সেখান থেকেই দেরাদুনে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।

মোস্তাফিজ আইপিএলে খুব ভালো খেলতে না পারলেও মাহমুদ মনে করছেন, তিনি দারুণ টাচে রয়েছেন।

(জাস্ট নিউজ/জেআর/১১০০ঘ.)