প্রস্তুত হচ্ছেন আরিফুল

প্রস্তুত হচ্ছেন আরিফুল

ঢাকা, মে ২৪ (জাস্ট নিউজ): ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়ে বেশি সময় দিচ্ছেন আরিফুল হক। একজন ভালো পেস বোলিং অলরাউন্ডার হিসেবে জাতীয় দলে নিজেকে দেখার স্বপ্ন তার। এরই মধ্যে দুটি আন্তর্জাতিক টি ২০ ম্যাচ খেলেছেন। কিন্তু বলার মতো কিছু করে দেখাতে পারেননি। আবার সুযোগ পেলে নিজেকে প্রমাণ করার ইচ্ছা ২৫ বছর বয়সী এই অলরাউন্ডারের।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আরিফুল জানালেন, শৈশব থেকেই জাতীয় দলে খেলার স্বপ্ন ছিল। আমি শুধু একজন ব্যাটসম্যান হিসেবে খেলতে চাই না, ভালো অলরাউন্ডারও হতে চাই। সেভাবেই নিজেকে প্রস্তুত করছি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) ভালো পারফরম্যান্স করেই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন আরিফুল। কিন্তু ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে যে আকাশ-পাতাল ফারাক, দুই ম্যাচ খেলেই সেটা বুঝে গেছেন তিনি।

নিজের প্রস্তুতি নিয়ে আরিফুল বলেন, আমি ব্যাটিং-বোলিং দুটি নিয়েই কাজ করছি। তবে বোলিংয়ে আরো বেশি সময় দিচ্ছি। অনুশীলন সেশনগুলোতে স্লো-বোলিং এবং অন্য বৈচিত্র্যগুলো আয়ত্ত করার চেষ্টা করছি।

(জাস্ট নিউজ/এমআই/১০৪৩ঘ)