স্ত্রীর দাবি রোমেরা সুস্থ, প্রথম ম্যাচ খেলা সম্ভব!

স্ত্রীর দাবি রোমেরা সুস্থ, প্রথম ম্যাচ খেলা সম্ভব!

ঢাকা, ২৪ মে (জাস্ট নিউজ) : হাঁটুর ইনজুরির জন্য আর্জেন্টিনার বিশ্বকাপ দলে নেই গোলরক্ষক সার্জিও রোমেরো। তার বিকল্প অন্য গোলরক্ষককে নেয়া হয়েছে। এদিকে রোমেরোর স্ত্রী ইলিয়েনা গার্সিওর দাবি রোমেরো ফিট রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার জন্য।

ইলিয়েনার অভিযোগ, অনেকেই চায় না রোমেরো খেলুক। তারা তাকে দলের বাইরে দেখতে চায়। আর্জেন্টিনা মিথ্যা বলছে রোমেরোর ইনজুরি নিয়ে। লস অ্যাঞ্জেলস ডে লা মানামা টিভি শোতে ইলিয়েনা বলেন,‘ রোমেরো হাঁটু ভাঙ্গেনি। বড় ধরনের কোনো ইনজুরি নয়। স্রেফ দুই হাঁড়ের স্থানচ্যুতি। ডাক্তার তাকে বলেছে এই ইনজুরি দূর হতে সর্বোচ্চ ২/৩ সপ্তাহ লাগতে পারে। ফলে তার পক্ষে আইসল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলা সম্ভব।’

অথচ আর্জেন্টিনার অফিসিয়াল বক্তব্য, হাঁটুর জয়েন্টে মারাত্মক চোটর পাওয়ায় দল থেকে বাদ দেয়া হয়েছে রোমেরোকে। ইলিয়েনার বললেন, আমি এই ধরনের মিথ্যা শুনতে শুনতে ক্লান্ত। সূত্র বিবিসি

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২৩১৫ঘ.)