যেখানে রোনাল্ডোই প্রথম

যেখানে রোনাল্ডোই প্রথম

ঢাকা, ২৭ মে (জাস্ট নিউজ) : সেরা ছন্দে খুজেঁ পাওয়া যায়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। তবে আনন্দে এতটুকুও ভাটা পড়ল না। রেকর্ড গড়ার আনন্দে উদ্বেলিত তিনি।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে নজিরবিহীন টানা তিনবার ইউরোপসেরা টুর্নামেন্টের শিরোপা জিতল লস ব্লাঙ্কোজরা।

দলের এ কীর্তি গড়ার পথে রেকর্ডবুকে ঢুকে গেছেন রোনাল্ডো। ইতিহাসে প্রথম কোনো ফুটবলার হিসেবে পাঁচটি ব্যালন ডি’অর ও সমানসংখ্যক চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতলেন তিনি।

২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম মর্যাদার এ লিগ শিরোপায় চুমু আকেঁন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। এর পর চারটি জিতলেন রিয়ালের হয়ে।

অনন্য এ কীর্তি গড়ার পর রোনাল্ডো বলেন, আমরা এর (চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা) জন্য মুখিয়ে ছিলাম। অবশ্য এ অর্জন সহজ ছিল না। তবে বিশ্বাস ছিল। যোগ্য দল হিসেবেই জিতেছি। আমরা ইতিহাস গড়েছি।

(জাস্ট নিউজ/এমআই/০৯৪৫ঘ.)