নেইমার এখনো শতভাগ ফিট নন

নেইমার এখনো শতভাগ ফিট নন

ঢাকা, ২৮ মে (জাস্ট নিউজ) : রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেবারিট দলগুলোর কপালের ভাঁজ এখনো মিলিয়ে যায়নি। জার্মানির অন্যতম সেরা তারকা এবং গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার এখনো ইনজুরিতে। আর্জেন্টিনা তারকা আগুয়েরো আছেন চোটে। মিসরের সালাহ হঠাৎ করে পড়েছেন ইনজুরিতে। স্পেনের কারভাহালেও একই অবস্থা। ফ্রান্সের পায়েটতো দল ঘোষণার একদিন আগে ছিটকে গেছেন। এসবের উর্দ্ধে ব্রাজিল তারকা নেইমারের ইনজুরির খবর। তিনমাস ধরে তার ইনজুরির খবর সংবাদ মাধ্যমে। তবে নেইমার তার দল এবং ভক্তদের ভালো খবর দিতে পারেননি।

রাশিয়া বিশ্বকাপে খেলার জন্য এখনো শতভাগ ফিট নন বলে জানিয়েছেন এই ব্রাজিল ফরোয়ার্ড। আর মাত্র দু'সপ্তাহ পরে বাজবে বিশ্বকাপের বাঁশি। অথচ নেইমার নিজেকে এখনো পুরোপুরি ফিরে পাননি বলে জানান। তিনি বলেন, 'শারীরিকভাবে আমি ফিট আছি। আমার পায়ের অবস্থাও ভালো। কিছু বিষয়ের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি এখনো। তবে কিছু কিছু ব্যাপারে সামান্য জড়তা অনুভব করছি।'

বিশ্বকাপে খেলতে কোনো অসুবিধা হবে না বলেও জানান নেইমার। বিশ্বকাপের জন্য কতটুকু ফিট আছেন এমন প্রশ্নের জবাবে নেইমার বলেন, 'এখনো শতভাগ ফিট না আমি। এটা সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। সমস্যা হলো এখনো আমার মধ্যে ভীতি কাজ করছে। বিশ্বকাপের এখনো কিছু সময় বাকি আছে। আমি এরমধ্যে শতভাগ ফিট হয়ে যাবো।'

নেইমার ফেব্রুয়ারির শেষের দিকে চোটে পড়েন। এরপরে আর কোনো ধরণের ম্যাচ খেলতে পারেননি তিনি। আগামী ৩ জুন রাশিয়া বিশ্বকাপের জন্য লিভারপুলের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজির। নেইমার ওই ম্যাচে খেলার‌ ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, 'আমি মাঠে নামার জন্য প্রস্তুত। আমাকে কোনো কিছু আটকাতে পারবে না। আমার মধ্যে শুধু ভয় অনুভূত হচ্ছে। কারণ এখনো আমি নিজেকে ফেরে পেতে লড়াই করছি।'

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২১০১ঘ.)