
কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ব্রাজিল। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সোফাই স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সেলেকাওরা।
পুরো ম্যাচে ৭৩ শতাংশ বল নিজেদের দখলে রাখে ব্রাজিল। শট নেয় ১৯টি, যার মধ্যে মাত্র তিনটি শট অন-টার্গেটে রাখতে পেরেছে দরিভাল জুনিয়রের দল। ১ ম্যাচে ১ ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি'তে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখে ব্রাজিল। তবে কোস্টারিকার জমাট রক্ষণভাগ বাধা দিতে থাকে তাদের। কোনোভাবেই এই রক্ষণভাগ ভেদ করতে পারছিল না তারা। অবশেষে ৩০ মিনিটে বল জালে পাঠায় ব্রাজিল। রাফিনিয়ার নেওয়া ফ্রি-কিক থেকে রদ্রিগোর পাসে বক্স থেকে পায়ের স্পর্শে গোলটি করেন মার্কিনিয়োস। তবে লম্বা সময় ভিএআর চেকের পর সেটি বাতিল হয় অফসাইডের কারণে। ৪০ মিনিটে বক্সে ভারগাসের ফাউলের শিকার হন পাকুয়েতা। তখন পেনাল্টির আবেদন জানালেও রেফারি সেটি দেননি।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় ব্রাজিল। বেশ কয়েকবার গোলের কাছে গিয়েও ফিনিশিংয়ের অভাবে এগিয়ে যেতে পারেনি ব্রাজিল। ভিনিসিয়াস, রদ্রিগোসহ দলের সবাই প্রতিপক্ষের বক্স পর্যন্ত বল নিয়ে গেলেও জালে জড়াতে পারছিলেন না। লুকাস পাকুয়েতার শট পোস্টে লেগে ফিরে আসলে হতাশা বাড়ে ব্রাজিলের। ৭৯ মিনিটে এগিয়ে যেতে পারত ব্রাজিল। সতীর্থের ক্রস বক্স থেকে দুর্দান্ত এক শট নেন আরানা। তবে কোস্টারিকা গোলরক্ষক সেটি ঝাপিয়ে ঠেকিয়ে দেন। ৮৭ মিনিটে বক্সে রদ্রিগো ফাউলের শিকার হলে চতুর্থবারের মতো পেনাল্টির আবেদন করে ব্রাজিল। তবে এবারও গলেনি রেফারির মন।
যোগ করা সময়ে দারুণ এক সুযোগ পান রদ্রিগো। বক্সে আসা শট কোস্টারিকা ফুটবলারের পায়ে লেগে চলে যায় পাকুয়েতার কাছে। তার দেওয়া দারুণ পাস গোলরক্ষককে একা পেয়েও কাজে লাগাতে পারেননি রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দরিভাল জুনিয়রের শিষ্যদের।