টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ঢাকা, ৩ জুন (জাস্ট নিউজ) : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দেরাদুনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

আফগানিস্তান বিপক্ষে বাংলাদেশের এটি দ্বিতীয় দ্বিপাক্ষিক সিরিজ। এর আগে ২০১৬ সালে বাংলাদেশ সফর করেছিল আফগানিস্তান দল। সেবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

তামিম ইকবালের সঙ্গে ওপেন করতে পারেন লিটন দাস। একাদশে সুযোগ পেয়েছেন এক বছর পর টি-টোয়েন্টি দলে ফেরা মোসাদ্দেক হোসেন। সাকিব আল হাসান তো আছেনই, মোসাদ্দেকসহ বাংলাদেশ দলে আছেন দুই অলরাউন্ডারকে। একাদশে থাকছেন পাঁচ ব্যাটসম্যান ও চার বিশেষজ্ঞ বোলার।

বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, রুবেল হোসেন ও আবু জায়েদ।

(জাস্ট নিউজ/একে/২০১৫ঘ.)