নেইমারদের নিয়ে সন্তুষ্ট নন পেলে

নেইমারদের নিয়ে সন্তুষ্ট নন পেলে

ঢাকা, ৮ জুন (জাস্ট নিউজ) : পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ঠিক সংগঠিত দল বলে মনে হচ্ছে না পেলের। বিশ্বকাপের আগে নিজের দেশকে নিয়ে তাই খানিকটা চিন্তিত ‘কালো মানিক’।

ব্রাজিল এবার প্রথম দল হিসেবে বিশ্বকাপের চূড়ান্তপর্ব নিশ্চিত করে। তিতে দায়িত্ব নেয়ার পর ২০ ম্যাচের মাত্র একটিতে হেরেছে সেলেকাওরা। কোচের প্রশংসা করলেও দলের হালচাল নিয়ে পেলে খুশি হতে পারছেন না, ‘তিতের প্রতি আমার আস্থা আছে। আমার চিন্তার একমাত্র কারণ, বিশ্বকাপের মাত্র কয়েকদিন বাকি। এখনও আমরা নিজেদের গুছিয়ে নিতে পারিনি। খেলোয়াড়রা সবাই ভালো। কিন্তু দল হিসেবে সংগঠিত নয়।’

ব্রাজিলকে এবার ইনজুরি ভোগাচ্ছে। ফরোয়ার্ড নেইমার ফেব্র“য়ারিতে ইনজুরিতে পড়েন। সুস্থ হয়ে দলে ফিরেছেন তিনি। ফুলব্যাক আলভেস হাঁটুর ইনজুরির কারণে স্কোয়াডে নেই।

তিনবারের বিশ্বকাপজয়ী পেলে মনে করেন নেইমারই পারেন দলকে চাঙ্গা করতে, ‘নেইমার বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। এখন সে অনেক পরিণত এবং অভিজ্ঞ। কিন্তু তার একার পক্ষে বিশ্বকাপ জেতা সম্ভব নয়। একটা দল হয়ে বিশ্বকাপ জিততে হবে। আর তাকেই সবার আগে এগিয়ে আসতে হবে।’

ব্রাজিল এবার ই-গ্রুপে খেলবে। তাদের প্রথম ম্যাচ ১৭ জুন, সুইজারল্যান্ডের বিপক্ষে।

(জাস্ট নিউজ/এমআই/১০২৮ঘ.)