ক্যাম্পে যোগ দিলেও অনুশীলন করেননি সালাহ

ক্যাম্পে যোগ দিলেও অনুশীলন করেননি সালাহ

ঢাকা, ১১ জুন (জাস্ট নিউজ) : কায়রোতে মিশর জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্পে শনিবার যোগ দেন দেশটির সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ। তবে অনুশীলন দেখা যায়নি এই লিভারপুল তারকাকে।

মিশরের রাত্রিকালীন চুড়ান্ত অনুশীলন দেখতে এ সময় হাজার হাজার সমর্থক সেখানে হাজির হয়ে বুনো উন্মাদনায় মেতে উঠে এবং দলকে সমর্থন দেয়। স্থানীয় সময় রাত ঠিক ১০টার কিছু আগে শুরু হয় অনুশীলন। দলের সদস্যরা যখন মাঠে অনুশীলনে ব্যস্ত তখন মাঠের মাঝখানে বসে ড্রেসিং সামগ্রী নিয়ে ব্যকরুম স্টাফদের সঙ্গে আলাপ আলোচনায় মেতেছিলেন সালাহ।

আগামী ১৫ জুন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মিশর। ইনজুরিতে থাকা সত্বেও দলটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে সালাহকে। গত মাসে লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে রিয়াল মাদ্রিদের মোকাবেলা করার সময় কাঁধের ইনজুরিতে পড়েন সালাহ। ম্যাচে ৩-১ গোলে জয়লাভ করেছে রিয়াল। ওই ইনজুরির কারণে সালাহ’র বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। যদিও বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই মাঠে নামার আশ্বাস দিয়ে যাচ্ছেন সালাহ।

(জাস্ট নিউজ/জেআর/১০৪০ঘ.)