রাশিয়া বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখল কলম্বিয়া

রাশিয়া বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখল কলম্বিয়া

ঢাকা, ১৯ জুন (জাস্ট নিউজ) : রাশিয়া বিশ্বকাপের ১৫তম ম্যাচে এসে রেফারিকে প্রথম লাল কার্ড বের করতে হলো। আর ২০১৮ বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখা খেলোয়াড় হিসেবে নাম লেখা হলো কলাম্বিয়ার ডিফেন্ডার কার্লোস সানচেসের। তাও ম্যাচের শুরুতেই লাল কার্ড দেখেন তিনি।

সামারা স্টেডিয়ামে এইচ গ্রুপের কলাম্বিয়া-জাপান ম্যাচের তখন মাত্র তিন মিনিট হয়েছে। জাপানের সেরা তারকা ওসাকা দারুণ এক আক্রমণ করেন। বক্সের মধ্যে ঢুকে তিন ডিফেন্ডারকে পেছনে ফেলে গোলে শট নেন তিনি। কিন্তু তার দারুণ শটটি ঠেকিয়ে দেন কলম্বিয়া গোলরক্ষক ওসপানিয়া।

ফিরতি বল পেয়ে যান জাপান মিডফিল্ডার কাগাওয়া। গোলের লক্ষ্যে উঁচু করে শট নেন তিনি। তার শটটি হাত দিয়ে ঠেকান কলাম্বিয়ান ডিফেন্ডার সানচেজ। সঙ্গে সঙ্গে রেফারি লাল কার্ড দেখান তাকে।

ম্যাচের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ১০ জনের দলে পরিণত হয় কলাম্বিয়া। তাছাড়া বক্সের মধ্যে হাত দিয়ে বল ঠেনানোয় পেনাল্টি পায় জাপান। সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন জাপান মিডফিল্ডার কাগাওয়া।

(জাস্ট নিউজ/ডেস্ক/ডেস্ক/একে/২০১৭ঘ.)