ফাইনাল খেলবে ইংল্যান্ড-আর্জেন্টিনা, ধারণা বেকহামের

ফাইনাল খেলবে ইংল্যান্ড-আর্জেন্টিনা, ধারণা বেকহামের

ঢাকা, ২১ জুন (জাস্ট নিউজ) : গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হোঁচট খেয়ে রাশিয়া বিশ্বকাপে সূচনা করেছে আর্জেন্টিনা। আর অতিরিক্ত সময়ে অধিনায়ক হ্যারি ক্যানের অবিশ্বাস্য গোলে জয় দিয়ে বিশ্বকাপের সূচনা করে ইংল্যান্ড।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহামের ধারণা, এবারের বিশ্বকাপের ফাইনাল খেলবে ইংল্যান্ড। আর ফাইনালে আরেক দল হিসেবে তার বাজি লিওনেল মেসির দল আর্জেন্টিনা।

২০০৬ সালের বিশ্বকাপে বেকহামের নেতৃত্বেই কোয়ার্টার ফাইনাল খেলেছিল থ্রি-লায়ন্সরা। অন্যদিকে ২০১৪ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা। চীনে এক অনুষ্ঠানে বেকহাম বলেন, 'রাশিয়া বিশ্বকাপের ফাইনাল খেলবে আর্জেন্টিনা-ইংল্যান্ড।’

নিজ দেশ বলেই হয়তো শিরোপার লড়াইয়ে ইংল্যান্ডকেই এগিয়ে রাখলেন বেকহাম। বললেন, ‘অবশ্যই আমার প্রথম পছন্দ ইংল্যান্ড। আমি মনে করি, তারাই এ প্রতিযোগিতায় জিতবে।’

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নামবেন লিওনেল মেসিরা। প্রথম ম্যাচে আইসল্যান্ডের সাথে ড্র করে চাপে রয়েছে আর্জেন্টিনা দল। অন্যদিকে নাইজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ সূচনা করে ক্রোয়েশিয়া।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২০৪৮ঘ.)