আজ জাপান-সেনেগাল হাইভোল্টেজ ম্যাচ

আজ  জাপান-সেনেগাল হাইভোল্টেজ ম্যাচ

ঢাকা, ২৪ জুন (জাস্ট নিউজ) : বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ইতিহাস গড়েছে জাপান। নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছে সেনেগাল।

রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে এই দুই দল। যেই দল জিতবে তারাই পৌঁছে যাবে দ্বিতীয় রাউন্ডে।

১৯ জুন তারিখে জাপান ২-১ গোলে হারিয়েছিল কলম্বিয়াকে। প্রথম কোন এশিয়ান দেশ হিসেবে লাতিন আমেরিকান দেশকে হারানোর কৃতিত্ব দেখায় তারা। একই তারিখে একই ব্যবধানে পোল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল সেনেগাল।

২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই চমক দেখায় সেনেগালিজরা।

রবিবারের ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামার আগে প্রস্তুত দুই দলই। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জাপান দলের প্রতিনিধি হিদেতোশি সুজুকি বলেন, ‘জাপানের কোচ নিশিনো সেনেগালের বিপক্ষে একাদশে তেমন কোন পরিবর্তন আনবে না। যার মানে দাঁড়ায় এই ম্যাচেও বেঞ্চেই থাকবেন কেইসুক হোন্ডা, খেলবেন গেন শোজি। সেনেগালের বিপক্ষে ম্যাচে জাপান অবশ্যই নিজেদের পরিকল্পনা এবং স্পিরিট বজায় রেখে খেলবে। নিশিনো জানিয়েছেন ঐক্যবদ্ধ খেলাই জাপানের মূল শক্তি।’

সেনেগালের সিনথিয়া এনজেতিয়া বলেন, ‘একটা জিনিস নিশ্চিত যে এই ম্যাচের জয়ী দল দ্বিতীয় রাউন্ডের পথে অনেকটাই এগিয়ে যাবে। পোল্যান্ডের বিপক্ষে পরিকল্পনামাফিক ফুটবলের পাশাপাশি দলীয় শক্তির ছাপ রেখেছে সেনেগাল। জাপানের বিপক্ষেও এই একইভাবে খেলবে সেনেগাল। বিশেষ করে ডি বক্সের আশে পাশে আরও নিখুঁত দেখা যাবে আমাদের খেলোয়াড়দের।’

সম্ভাব্য একাদশ:
জাপান: আইজি কাওয়াশিমা, হিরোকি সাকাই, মায়া ইয়োশিদা, গেন শোজি, ইয়ুতো নাগাটোমো, মাকোতো হাসেবে, গাকু শিবাসাকি, গেনকি হারাগুচি, শিনজি কাগাওয়া, তাকাশি ইনুই, ইউয়া ওসাকো।

সেনেগাল: খাদিম এনদিয়াই, মুসা ওয়াগ, সালিফ সানে, কালিদু কোলাবালি, লামিন গাসামা, ইসমাইলা সার, আলফ্রেড এনদিয়াই, ইদ্রিসা গুইয়ে, সাদিও মানে, মামে বিরাম দিউফ, এমবায়ে নিয়াং।

(জাস্ট নিউজ/এমআই/১৪৪০ঘ.)