আমি সুস্থ আছি: ম্যারাডোনা

আমি সুস্থ আছি: ম্যারাডোনা

ঢাকা, ২৭ জুন (জাস্ট নিউজ) : আর্জেন্টিনার বিপক্ষে নাইজেরিয়া ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন দিয়েগো ম্যারাডোনা। প্রথমার্ধের তার ঘাড়ে খুব ব্যথা হচ্ছিল বলে জানান আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই তারকা। মঙ্গলবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের স্টেডিয়ামেই তিনি একজন ডাক্তারের স্মরণাপন্ন হন। এরপর বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ম্যারাডোনা অসুস্থ হয়ে পড়েছেন। তবে ম্যারাডোনা জানিয়েছেন, তিনি সুস্থ আছেন।

এছাড়া তার হাসপাতালে যাওয়ার গুঞ্জনের ব্যাপারেও কথা বলেছেন কিংবদন্তি এই ফুটবলার। মূলত আর্জেন্টিনার সংবাদ মাধ্যম 'ক্লারিন' ম্যারাডোনার হাসপাতালে ভর্তি হওয়ার ব্যাপারে একটি ছবি ছাপে। এরপরই তিনি অসুন্থ এবং হাসপাতালে ভর্তি হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

ম্যারাডোনা বিষয়টি পরিষ্কার করে বলেন, 'আমি সকলকে জানাচ্ছি যে, আমি সুস্থ আছি। নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ চলাকালীন আমি কাঁধে খুব ব্যথা অনুভব করছিলাম। এরপর আমি ডাক্তারের স্মরণাপন্ন হই। তিনি আমাকে দ্বিতীয়ার্ধের আগেই হোটেলে ফিরে যেতে বলেন। কিন্তু আমি তা করিনি। কারণ তখনো আমাদের দল বেশ ঝুঁকির মধ্যে ছিল।'

এরপর আর্জেন্টিনার জয় দেখার বিষয়ে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার বলেন, 'আমি ওই মুহূর্তে কি করে মাঠ ছাড়তাম? আর্জেন্টিনার জয়ের পর আমি সকলকে শুভেচ্ছ জানিয়েছি। সমর্থকদের দলকে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছি।'

(জাস্ট নিউজ/জেআর/১৬৩০ঘ.)